আয়করে বিশেষ ছাড়ের ঘোষণা কেন্দ্রের, স্বস্তি মধ্যবিত্তদের

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফে সম্প্রতি আয়করের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ঘোষণা করা হলো। এই ঘোষণায় স্বস্তি মিলবে মধ্যবিত্তদের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এই বিশেষ ছাড়ের আওতায় ১০ লক্ষ টাকা পর্যন্ত কোন কর নেওয়া হবে না।

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক তাদের এই ঘোষণায় জানিয়েছে, যদি কোন ব্যক্তি করোনা চিকিৎসার জন্য চাকরিদাতা, আত্মীয় অথবা অন্য কারোর থেকে সাহায্য হিসেবে টাকা নিয়ে থাকেন, তাহলে সেই টাকা আয়করের আওতায় ধরা হবে না। পাশাপাশি কোন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তার কোন আত্মীয় ধার হিসেবে কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকলেও সেই টাকা আয়করের আওতায় ধরা হবে না।

এই সকল বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। কেন্দ্র সরকারের এই ঘোষণার পর বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, চিকিৎসার ক্ষেত্রে অর্থ খরচে আয়কর নিয়ে মধ্যবিত্ত পরিবারগুলিকে যেভাবে কর গুণতে হচ্ছিল সেই জায়গায় এই পদক্ষেপ স্বস্তি দেবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ শুক্রবার এই ঘোষণার পাশাপাশি নতুন অর্থবর্ষে নতুন দুটি নীতি লাগু করার কথা বলেছে। পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আয়কর রিটার্ন জমা দেওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শেষ সময়সীমার মেয়াদ বাড়ানোর দিকে হাঁটছে কেন্দ্র।