৩১ জুলাই শেষ দিন, আয়কর রিটার্ন জমা না দিলে এত টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন : ২০২১-২০২২ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হিসাবে আগেই কেন্দ্রের তরফ থেকে ৩১ জুলাই ঘোষণা করা হয়। তবে শেষ মুহূর্তে এই তারিখ বৃদ্ধি পাবে এমন গুঞ্জন তৈরি হলেও সম্প্রতি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে না।

কেন্দ্রের এই কড়া সিদ্ধান্তের ফলে আগামী ৩১ জুলাই তারিখের মধ্যেই জমা করতে হবে আয়কর রিটার্ন। যদি এই নির্ধারিত তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা না করা হয় তাহলে দিতে হবে মোটা অংকের জরিমানা। যে কারণে ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজটি যারা সেরে ফেলেছেন তারা নিশ্চিন্তে থাকুন আর যারা এখনো এই কাজটি সেরে উঠতে পারেননি তাদের চিন্তা বাড়ছে।

৩১ জুলাই তারিখ পর্যন্ত যদি আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ না হয় তাহলেও আয়কর দাতারা তাদের রিটার্ন জমা দিতে পারবেন। তবে এই রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সেই সকল আয়কর দাতাদের আলাদা করে জরিমানা দিয়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে। জরিমানা দিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে ৩১ ডিসেম্বর ২০২২।

জরিমানার ক্ষেত্রে বলা হয়েছে যদি কারোর বার্ষিক আয় ৫ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে তাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। ৫ লক্ষ টাকার বেশি যাদের আয় তাদের জরিমানা দিতে হবে ৫০০০ টাকা। ৩১ ডিসেম্বর পার হয়ে যাওয়ার পর এই জরিমানার পরিমাণ হয়ে যাবে দ্বিগুণ। কারণ ৩১ ডিসেম্বরের পরেও ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত এই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে সে ক্ষেত্রে জরিমানা গুনতে হবে ১০০০০ টাকা।

তবে পুরাতন নিয়ম অনুসারে ৬০ বছরের নিচে কোন ব্যক্তির আয় বার্ষিক আড়াই লক্ষ টাকার নিচে এবং ৬০ থেকে ৮০ বছর বয়সী কোন ব্যক্তির বার্ষিক আয় যদি তিন লক্ষ টাকা নিচে হয়ে থাকে তাহলে তাদের কোন জরিমানা দিতে হবে না।