India GDP Rise: এবছর ভারতের কপালে লক্ষীলাভ নিশ্চিত! জিডিপি বৃদ্ধির হার কত জানেন? একটি দেশের অর্থনৈতিক পরিকাঠামো কতটা মজবুত তা জানতে সহায়তা করে জিডিপি। বিশেষজ্ঞদের মতে, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বলা হয় জিডিপি।
মূলত, একটি অর্থবর্ষের এক চতুর্থাংশ অর্থাৎ প্রতি তিনমাস অন্তর জিডিপির সূচক পরিমাপ করা হয়ে থাকে। এর মাধ্যমে কোনও দেশের আর্থিক বৃদ্ধি বিচার করেন বিশ্লেষকেরা। অন্য রাষ্ট্রের সাথে তুলনাও করা হয় জিডিপি। ২০২৫-২৬ অর্থবর্ষে অর্থনৈতিক দিক থেকে ফেপেফুলে উঠবে ভারত। হু হু করে বাড়বে দেশের জিডিপি। জানেন কি কত শতাংশ বৃদ্ধি পাবে জিডিপি? বিশ্বের দ্রুততম অর্থনীতি হিসাবে আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশে নিয়ে যেতে সক্ষম হবে ভারত এমনটাই মনে করা হচ্ছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার সূত্রে।
আরও পড়ুন: Power Sub Station: নতুন তিনটি সাবস্টেশন পেতে চলেছে কোচবিহার! জানেন মোট কত টাকা খরচ হচ্ছে?
আইএমএফের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই মজবুত ও স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনও রকম পরিস্থিতি ও চ্যালেঞ্জে মোকাবিলা করার মতো মজবুত জায়গাতেও তৈরি করেছে ভারত। যা দেশের জন্য অত্যন্ত গর্বের।
ভারত কাজের দিক থেকে যেভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে সেদিক থেকেই স্পষ্ট যে আর্থিক বৃদ্ধির হার অনেকটাই বাড়বে হবে বলেই মনে করছে আইএমএফ। শক্তিশালী বেসরকারি বিনিয়োগ ও পাশাপাশি বিদেশি লগ্নির পরিমাণও ভারতে নিত্য বৃদ্ধি পাচ্ছে, যা অর্থনীতির জন্য অত্যন্ত স্বস্তির বার্তা দিচ্ছে বলেই মনে করছে অর্থভান্ডার।