India Pak Business: পাকিস্তান থেকে এই জিনিসগুলি আর আমদানি করতে পারবে না ভারত! কী কী রয়েছে তালিকায়?

সম্প্রতি পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। আর এই জঙ্গি হামলার শাস্তি স্বরূপ পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। দুই দেশের মধ্যে যে সিন্ধু জল বন্টন চুক্তি ছিল তা বাতিল করেছে ভারত। এছাড়া নয়া দিল্লির তরফে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ সহ ভারত-পাক বাণিজ্য স্থগিত ও আন্তর্জাতিক স্থল সীমান্ত বন্ধ করার।

এমন জটিল পরিস্থিতিতে বড়সড় ক্ষতি ঘনিয়ে আসার দিন গুনছে পশ্চিম দিকের দেশ পাকিস্তান। একথা স্পষ্ট যে আত্তরি-ওয়াঘা সীমান্ত বন্ধ করায় পাক বাণিজ্যে গুরুতর প্রভাব পড়বে। তবে অধিকাংশ মহলের ধারণা, শুধু পাকিস্তান নয়, সেই সাথে বিরাট ক্ষতির মুখে পড়বে ভারতও। প্রতিবেশী দেশ পাকিস্তানের থেকে কী কী পণ্য সামগ্রী আমাদানি করে ভারত? জেনে নেওয়া যাক সেই তালিকা।

আরও পড়ুন: WB Teachers: রাজ্যের শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৫ বছর বাড়ানো হল? জানালেন খোদ শিক্ষামন্ত্রী

মূলত পাকিস্তানের কাছ থেকে নানান রকমের ফল, বেশি পরিমাণে খেজুর আমদানি করে ভারত। পাকিস্তান হল বিশ্বের অন্যতম প্রধান খেজুর উৎপাদনকারী দেশ। তাই পাকিস্তানের কাছ থেকে খেজুর আমদানির সুযোগ থাকায় ওই দেশ থেকে প্রচুর পরিমাণ খেজুর নিজেদের ঝুলিতে ভরত ভারত।

অন্যদিকে, পাকিস্তান থেকে ভারতের পাঞ্জাব ও রাজস্থানে পৌঁছে যায় চাল ও গমও। এছাড়া ড্রাই ফ্রুট, জিপসাম, সিমেন্ট, রক সল্ট ছাড়াও বিভিন্ন ধরনের হার্ব আসে ভারতের মাটিতে। অনেক সময় আবার সুতির কাপড় যেমন শাল ও সুতির চাদর পাকিস্তান থেকে কিনে থাকে ভারত।

অপরদিকে, ভারত থেকে পাকিস্তানও বহু প্রয়োজনীয় জিনিস আমদানি করে থাকে। প্রতিবছর সয়াবিন, মুরগির খাবার, সবজি, প্লাস্টিকের নানান জিনিস, মশলা, একাধিক দামি ওষুধ, পেঁয়াজ, চিনি, নুন, স্টিল, কফি, বহু অটো পার্টস সহ আরও একাধিক জরুরি সামগ্রী আমদানি করে।