পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চড়া শুল্কের চাপের মধ্যে দাঁড়িয়েও আশার সঞ্চার করল ভারতের অর্থনীতি। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফ এর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরেই ভারত জাপানকে সরিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির মর্যাদা অর্জন করতে পারে। আর ২০২৮ সালের মধ্যে জার্মানিকে টপকে উঠে আসতে পারে তৃতীয় স্থানে।
বিশ্ব বাণিজ্যের অনিশ্চয়তা ও উদ্বেগের আবহে আইএমএফ তাদের সাম্প্রতিক রিপোর্টে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমিয়েছে। ভারতের ক্ষেত্রেও এ বছরের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৬.২ শতাংশ করা হয়েছে। পরের বছরের জন্য তা নির্ধারিত হয়েছে ৬.৩ শতাংশে। তবে সমস্ত সংশোধন সত্ত্বেও সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে, আগামী দুই বছর বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া অর্থনীতি থাকবে ভারতেরই।
আরও পড়ুন: বীরভূমের যুবকের সোশ্যাল মিডিয়ায় ‘পাকিস্তান জিন্দাবাদ’! তারপর যা ঘটল…
এদিকে, ভারত-পাকিস্তান সম্পর্কের ক্রমবর্ধমান টানাপড়েন এবং বিশ্ব বাজারের অনিশ্চয়তার কারণে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে মুডি’জ রেটিংসও। মঙ্গলবার তারা চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থেকে কমিয়ে ৬.৩ শতাংশ করেছে। এর আগে রিজ়ার্ভ ব্যাঙ্কও পূর্বাভাস সংশোধন করে ৬.৭ শতাংশের বদলে ৬.৫ শতাংশ করেছিল।