সড়কপথেই ভারত থেকে যাওয়া যাবে থাইল্যান্ড! কাজ কতটা এগোলো

থাইল্যান্ড দেশটির সঙ্গে ভারতের প্রচুর মানুষ পরিচিত মূলত সেখানে ঘুরতে যাওয়ার জন্য। থাইল্যান্ডের ব্যাংকক, পাটাইয়া সহ বিভিন্ন জায়গায় বহু পর্যটকরা রয়েছেন যারা ভারত থেকে ঘুরতে যান। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের কাছে এই সকল জায়গা অনেকটাই জনপ্রিয়। এবার এই সকল জায়গা সড়ক পথেই যাওয়া যাবে ভারত থেকে।

থাইল্যান্ডের ব্যাংকক হোক অথবা পাটাইয়া, পর্যটকরা যাতায়াতের ক্ষেত্রে মূলত আকাশ পথকেই ব্যবহার করে থাকেন। বাণিজ্যিক ক্ষেত্রেও আকাশ পথ ব্যবহৃত হয়। কিন্তু এবার দুই দেশের মধ্যে সড়কপথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার জন্য তৈরি করা হচ্ছে সড়ক পথ। ভারত ও থাইল্যান্ডের মধ্যে সড়কপথে যোগাযোগের জন্য ১৪০০ কিলোমিটার সড়ক তৈরি করার কাজ চলছে।

আরও পড়ুন: ‘হোয়্যার ইজ মাই ট্রেন’-এর মত নতুন অ্যাপ ‘হোয়্যার ইজ মাই বাস’, কোথায় মিলবে এমন সুবিধা

যে সড়ক পথটি তৈরি হচ্ছে সেটি অবশ্য ২০১৯ সালেই চালু হওয়ার কথা ছিল। ২০০২ সালে এই সড়ক পথের উদ্বোধন হয়। তবে পরবর্তীতে ধাপে ধাপে কাজ হলেও এখনও পর্যন্ত ৭০% কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। এমনকি শেষের দিকে অনেকটাই জোরকদমে কাজ চলছিল। তবে ৭০% কাজ হওয়ার পর এই সড়ক পথ চালু হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সেই সকল সমস্যা দূর করে সড়ক পথটি চালু হয়ে যাবে।

৭০% কাজ হওয়ার পর ভারত ও থাইল্যান্ডের মধ্যে সড়ক পথের কাজ থমকে যাওয়ার কারণ হিসাবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মায়ানমারের দিকে আঙ্গুল তুলেছেন। মূলত মায়ানমারে রাজনৈতিক সমস্যা তৈরি হওয়ার কারণেই প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে। তবে মায়ানমারের সঙ্গে দ্রুত কথা বলে এই প্রকল্পকে বাস্তবায়িত করা হবে বলেও তিনি জানিয়েছেন।

১৪০০ কিলোমিটারের যে সড়কটির কথা বলা হচ্ছে সেই সড়কটি তৈরি হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক পরিকাঠামো অনেকটাই উন্নত হবে। এই সড়ক পথ তৈরি হলে ভারত ও থাইল্যান্ডের পাশাপাশি উন্নতির মুখ দেখবে মায়ানমার। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সব ক্ষেত্রেই অনেকটাই উন্নতির মুখ দেখবে এই তিনটি দেশ।