CDS বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা নিয়ে জল্পনা, বড় বার্তা দিল বায়ুসেনা

নিজস্ব প্রতিবেদন : বুধবার দেশের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে জল্পনা। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর সন্ধ্যাবেলায় বিবৃতিতে পেস করে ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়, প্রয়াত হয়েছেন দেশের সেনা সর্বাধিনায়ক।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। তবে এমন একজন হাইপ্রোফাইল শীর্ষ প্রতিরক্ষা কর্তার হেলিকপ্টার এমন দুর্ঘটনার কবলে পড়ার কারণে নানান মহলে নানান প্রশ্ন তৈরি হওয়ার পাশাপাশি তা নিয়ে শুরু হয় জল্পনা। প্রাথমিকভাবে খারাপ আবহাওয়া অথবা যান্ত্রিক ত্রুটিকে এই দুর্ঘটনার কারণ হিসাবে মনে করা হলেও বেশ কিছু রাজনৈতিক দল এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা বহন করছে।

অনেকেই এই বিষয়টিকে অন্তর্ঘাত অথবা নাশকতার ছায়া দেখতে পাচ্ছেন। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং শিবসেনা এই নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে। তবে এমন আবহে ঘটনার পিছনে কি রয়েছে তার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বার্তা দিল ভারতীয় বায়ুসেনা।

বায়ুসেনার তরফ থেকে একটি বার্তায় জানানো হয়েছে, “বুধবারের হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তদন্ত সম্পন্ন হতেই ঘটনার বিশদ প্রকাশ করা হবে। ততক্ষণ অনুগ্রহ করে মৃতদের প্রতি সম্মান জানিয়ে ঘটনা সম্পর্কে বিশদে না জেনে কোনও অযাচিত জল্পনা তৈরি করবেন না।”

প্রসঙ্গত, গত বুধবার দেশের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সস্ত্রীক ওয়েলিংটনের একটি সেনা কলেজের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এখানে যাওয়ার পথে তামিলনাড়ুর কুন্নুর থেকে তার হেলিকপ্টার ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরেই দুর্ঘটনার কবলে পড়ে। যে দুর্ঘটনায় ওই হেলিকপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনের সঙ্গে মৃত্যু হয় সস্ত্রীক বিপিন রাওয়াতের।