বিশ্বের মাত্র কয়েকটি দেশই এমন এক কৃতিত্ব অর্জন করতে পেরেছে। এবার সেই গর্বের তালিকায় নাম লেখাল ভারত। দুর্লভ এই সাফল্য ছুঁয়ে বিশ্বের দরবারে আরও একবার নিজেদের শক্তি প্রমাণ করল আমাদের দেশ। ভারতের তৈরি যান এবার পৌঁছে গেল বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। সফলভাবে সম্পন্ন হল স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপের পরীক্ষামূলক উড্ডয়ন।
মাটি থেকে প্রায় ১৭ কিলোমিটার উচ্চতায় উঠে গিয়ে দেশের নিরাপত্তাকে আরও মজবুত করার নতুন দিগন্ত খুলে দিল এই প্রকল্প। এই উচ্চতা থেকে সহজেই দেশের উপর আসন্ন বিপদ নজরে রাখা, পরিবেশ পর্যবেক্ষণ করা এবং সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ডিআরডিও-র হাত ধরে এই দুর্লভ সাফল্য অর্জিত হয়েছে।
আরও পড়ুন: সাড়ে ৩ দিনে ১০ লক্ষ পুণ্যার্থী! দেখে নিন দিঘার জগন্নাথ মন্দির, জেনে নিন মন্দিরে প্রবেশের সময়সীমা
মধ্যপ্রদেশের শিবপুর ট্রায়াল সাইট থেকে যাত্রা শুরু করে এই অতি হালকা এয়ারশিপটি সরাসরি স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে যায়। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত এই যান প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। এ ধরনের যানের ক্ষেত্রে এটি ছিল ভারতের প্রথম পরীক্ষা, যা একেবারে প্রথম প্রচেষ্টাতেই সফল হয়।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ব্যতিক্রমী অর্জনের জন্য ডিআরডিও-কে শুভেচ্ছা জানিয়েছেন। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, বাতাসের চেয়েও হালকা এই এয়ারশিপ দীর্ঘ সময় স্ট্র্যাটোস্ফিয়ারে থেকে কার্যক্রম চালাতে পারবে।