ভারতের তৈরি করোনা টিকা প্রত্যাশিত সময়ের আগেই মিলতে পারে, ইঙ্গিত ICMR-এর

নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির খামতি নেই দেশে। দেখতে দেখতে বর্তমানে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে প্রায় সাড়ে ২৮ লক্ষ। যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ লক্ষের বেশি মানুষ। কিন্তু তাহলেও যেভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে চিন্তায় দেশের চিকিৎসক মহল থেকে বিজ্ঞানীরা। আর এমত অবস্থায় দেশের মানুষ তাকিয়ে রয়েছেন কবে আসবে করোনা টিকা। তবে এবার এই করোনা টিকা নিয়ে কিছুটা হলেও আশার আলো দেখালো কেন্দ্রীয় সংস্থা ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ (ICMR)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে ICMR জানিয়েছে, ভারতের তৈরি করোনা টিকা পরিস্থিতির বিবেচনায় করে প্রত্যাশিত সময়ের আগেই মিলতে পারে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ICMR এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গবের বক্তব্য অনুযায়ী, যেকোনো টিকার চূড়ান্ত পর্যায়ে সমাপ্ত হতে কমকরে ৬ থেকে ৯ মাস সময় লাগে। তবে যদি সরকার মনে করে তাহলে তা জরুরী ভিত্তিতে অনুমোদন দিতে পারে।

সম্প্রতি ভারতের তৈরি করোনা টিকা Covaxin-এর প্রথম পর্যায়ের ট্রায়ালের ফলাফল সামনে এসেছে। প্রথম পর্যায়ের ট্রায়ালের ফলাফল বেশ ভালো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই টিকা প্রথম পর্যায়ের ট্রায়ালের শেষ করে দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের শুরু করেছে। আর এই ট্রায়ালে অংশগ্রহণ করেছে হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, দিল্লি ও পটনার AIIMS-সহ দেশের ১২ টি প্রতিষ্ঠান, যারা প্রত্যেকেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ দ্বারা অনুমোদিত।

অন্যদিকে রাশিয়া ইতিমধ্যেই তাদের করোনার টিকা ‘স্পুটনিক ভি’ কে বিশ্বের প্রথম করোনা টিকা বলে দাবি করেছে। তবে এই টিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নানান প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞদের অভিযোগ এই টিকা নাকি সমস্ত পর্যায়ে মেনে আনা হয়নি। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং তাদের স্বাস্থ্যমন্ত্রক টিকার সুরক্ষা নিয়ে বিশ্ববাসীকে গ্যারান্টি দিয়েছেন। পাশাপাশি তারা এটাও দাবি করেছেন যে বিশ্বের ২০টি দেশ ইতিমধ্যেই ১০০ কোটি ডোজের অর্ডার দিয়েছে।