দিন যত এগোচ্ছে ততই ভারত সরকার নানান প্রকল্পের উদ্বোধন করছে। এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়ছে ভারতে। যার ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। অপেক্ষার আর মাত্র তিন বছর। তার মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে জ্বলজ্বল করবে ভারতের নাম। আর্থিক সংস্থা ‘মর্গান স্ট্যানলি’র সূত্রে এমনই এক তথ্য এখন সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। এই সংস্থার মত সঠিক হলে আগামী ২০২৮ সালের মধ্যে রাজধানীর আর্থিক বৃদ্ধির হার ৫.৭ লক্ষ কোটি ডলারে গিয়ে দাঁড়াবে।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২০২৮ সালের মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় ভোক্তা বাজারে হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত। তাই ভারতের বুকেই বিক্রি হবে বিশ্বের উৎপাদিত পণ্যের একটা বিরাট অংশ যা অর্থনৈতিক দিক থেকে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Chanakya opinion on begging: ভিখারি দেখলেই ভিক্ষা দেন! ভিক্ষা দানে কী ক্ষতি হচ্ছে জানেন?
২০২৩ সালে ভারতীয় অর্থনীতির পরিমাণ ছিল সাড়ে তিন লক্ষ কোটি ডলার। ২০২৬ এ তা বেড়ে দাঁড়াবে ৪.৭ লক্ষ কোটি ডলারে। নয়াদিল্লির সামনে প্রতিযোগিতায় থাকবে মাত্র তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং জার্মানি। আগামী তিন বছরের মধ্যে বার্লিন পিছিয়ে পড়বে বলে দাবি করেছে ‘মর্গান স্ট্যানলি’।
প্রসঙ্গত, ২০০০ সালের পর থেকে ভারত অর্থনীতির দিক থেকে শক্তিশালী হতে শুরু করে। যার ফল স্বরূপ ২০২০ সালে নবম স্থানে এবং ২০২৩ সালে পঞ্চম স্থানে চলে আসে ভারত।
আগামী তিন বছরের মধ্যে বেস অর্থনীতির পরিমাণ ৮.৮ লক্ষ কোটি ডলার এবং বুল অর্থনীতির পরিমাণ ১০.৩ লক্ষ কোটি ডলারে গিয়ে দাঁড়াবে। মাথাপিছু জিডিপির পরিমাণ এ বছরের ২,৫১৪ ডলার থেকে বেড়ে ২০৩৫ সালে ৫,৬৮৩ ডলারে গিয়ে দাঁড়াবে। যা ভারতীয় অর্থনীতির পথকে আরও সুগম করবে।