Indian Idol Mansi Ghosh : ইন্ডিয়ান আইডল জিতে মানসীর ঝুলিতে পুরস্কারের বন্যা

Indian Idol Mansi Ghosh : টেলিভিশনের পর্দায় অনুষ্ঠিত নানান রিয়েলিটি শো মানুষের জীবনে বিনোদনের এক অনন্য মাধ্যম। এই রিয়েলিটি শো গুলি থেকেই উঠে আসে একের পর এক উজ্জ্বল নক্ষত্র। যাদের নজরকারা নাচ গান দর্শকদের মনে আনন্দ জোগায়। তাই নির্দিষ্ট সেই টিভি চ্যানেল থেকে চোখ ফেরানো সম্ভব হয় না দর্শকের। এমনই এক রিয়েলিটি শো যা দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল অতি কম সময়ে তা হল ইন্ডিয়ান আইডল।

আর সেই ইন্ডিয়ান আইডল এর সিজন ১৫ এর মঞ্চ থেকেই এবার উঠে এলো আরও এক প্রতিভা। রবিবার ৬ মার্চ অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র গ্র্যান্ড ফিনালে। বাংলার ঘরে এলো এক অনন্য সম্মান। ইন্ডিয়ান আইডলের ট্রফি হাতে নিয়ে এই প্রথমবার কোনো বাঙালি ঘরে ফিরল। বিজয়ীর ট্রফি উঠলো মানসী ঘোষের হাতে। উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তর দমদম পৌরসভার অন্তর্গত নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী ঘোষ।

ছোট থেকে সেখানেই সে বেড়ে উঠেছে এবং লেখাপড়া শেষ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে মানসীর নাম উচ্চারিত হচ্ছে দেশের প্রত্যেক ঘরে ঘরে। আর সেই কারণেই মঞ্চে উঠে মানসী যখন ইন্ডিয়ান আইডলের ট্রফি নিচ্ছিল তখন তার বাবা মা মাসি সেই আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি। অন্যদিকে, টিভির পর্দায় বাংলার মেয়ের জয় দেখে চোখের কোণে জল এসেছিল বাঙালিরও।

একদিকে ইন্ডিয়ান আইডলের ট্রফি জয়লাভের আনন্দ অন্যদিকে এই আনন্দের আবহেই বেশ কিছু প্লেব্যাকের সুযোগও এসেছে মানসীর কাছে।বাদশা তার কণ্ঠ শুনে ফাইনালের দিনই তার সঙ্গে গান গাইবেন বলে জানিয়ে দিয়েছেন।এর মধ্যেই একটি গান রেকর্ড করে ফেলেছেন শানের সঙ্গে। বাংলা সিঙ্গেলেও থাকছে মানসীর সুমধুর কণ্ঠ।

ইন্ডিয়ান আইডল এর মঞ্চ থেকে কী কী পুরস্কার এলো তার ঝুলিতে?
সিজন ১৫-র ট্রফি ছাড়াও ২৫ লক্ষ টাকা অর্থ পুরস্কার স্বরুপ পেয়েছেন তিনি। তার ঝুলিতে এসেছে একটি নামি ইলেকট্রনিক্স কোম্পানির তরফ থেকে দেওয়া একটি গিফট কুপন। তবে আরও দুই প্রতিভার ঝুলিও কিন্তু ফাঁকা থাকেনি। তারা হলেন দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা শুভজিৎ ঘোষ ও স্নেহা শঙ্কর।

দ্বিতীয় স্থান অধিকার করা খড়গপুরের গর্ব শুভজিত পুরস্কার স্বরূপ পেয়েছে ৫ লক্ষ টাকা। অন্যদিকে তৃতীয় স্থান অধিকার করা স্নেহা পুরস্কার স্বরুপ পেয়েছে ৫ লক্ষ টাকা।
জাতীয় স্তরে এই বিরাট মঞ্চে প্রথম তিনে নাম আসা মুখের কথা নয় একবারেই। ইতিমধ্যেই ফাইনালে টি সিরিজের সঙ্গে কাজ করার অফার হাতে এসেছে স্নেহার। ভূষণ কুমার সরাসরি ভিডিয়ো বার্তার মাধ্যমে তা ঘোষণা করেছেন।