Indian Railway Guideline: টিকিট কাটার পর কতক্ষণের মধ্যে ধরতে হবে ট্রেন! জানিয়ে দিল রেল

Railway said how long after the ticket to catch the train: ভারতীয় রেলওয়ে হল বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেল ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছায়। লোকাল ট্রেনগুলি ভারতীয় রেলের সবচেয়ে জনপ্রিয় পরিষেবাগুলির মধ্যে একটি। লোকাল ট্রেনগুলি শহরের মধ্যে ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। তবে এই ধরনের ট্রেনের টিকিটের বৈধতা রয়েছে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত। এক্ষেত্রে সাধারণ মানুষকে ভারতীয় রেলের এই বিশেষ নিয়মগুলো (Indian Railway Guideline) মানতে হয়।

তবে শুধুমাত্র লোকাল ট্রেনই নয় দেশের যে কোন ট্রেনেই ভ্রমণের জন্য টিকিট কেনা বাধ্যতামূলক। টিকিট কাটার সময়, যাত্রীদের তাদের যাত্রা শুরুর স্টেশন এবং কোথায় যাবে তা উল্লেখ করতে হয় এবং টিকিট কাটার পরে, যাত্রীদের ১ ঘণ্টার মধ্যে ট্রেন ধরতে হবে। রেলের নিয়ম অনুযায়ী (Indian Railway Guideline), যাত্রীরা যদি ১ ঘণ্টার মধ্যে ট্রেন ধরতে না পারেন, তবে ওই টিকিটটি আর বৈধ থাকেনা। পরবর্তীতে ওই টিকিটে কোন যাত্রী ভ্রমন করলে তাকে জরিমানা দিতে হবে।

লোকাল ট্রেনে টিকিট না থাকা বা টিকিট পরীক্ষাকারীদের কাছে টিকিট দেখাতে না পারলে জরিমানা দেওয়া হয়। জরিমানার পরিমাণ স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষের (Indian Railway Guideline) দ্বারা নির্ধারিত হয়। সাধারণত, জরিমানার পরিমাণ ২৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে হয়। তবে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জরিমানার পরিমাণ আরও বেশি হতে পারে।

একটি সাধারণ বগির জন্য কখনোই পূর্ব সংরক্ষণের প্রয়োজন হয় না, আপনি চাইলেই স্টেশন কাউন্টারে টিকিট কিনতে পারেন। এমন বহু যাত্রী আছে যারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য একাধিক ট্রেনে যাবার জন্য একই টিকিট ব্যবহার করেন। একই টিকিটে কতবার আপনি যাতায়াত করতে পারবেন সে সম্পর্কে রেলের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে (Indian Railway Guideline)। এইসব ব্যাপারে অনেকেই হয়তো জানেন না।

আপনি যদি এক্সপ্রেস বা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন সেক্ষেত্রে সাধারণ টিকিটে অন্য ট্রেনে নামা এবং চড়ার অনুমতি নেই। আপনি যে ট্রেনের টিকিট কিনেছেন সেই ট্রেনে ভ্রমণ করার জন্য নিয়মটি কঠোরভাবে বাধ্যতামূলক। যদি কখনো কেউ ট্রেন পাল্টানোর চেষ্টা করে এবং ধরা পড়ে যায়, তাদের যথেষ্ট পরিমাণ টাকার জরিমানা দিতে হতে পারে। জেনারেল টিকিটের ক্ষেত্রে ট্রেন পরিবর্তন এড়াতে পরামর্শ দেওয়া হয়।