অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে এলো বদল, স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদন : দূরে হোক অথবা কাছে, কাজে হোক অথবা ভ্রমণে, প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ ট্রেনের (Train) উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। যে কারণে ভারতের মতো দেশে ভারতীয় রেল (Indian Railways) গণপরিবহনের ক্ষেত্রে লাইফ লাইন। ভারতীয় রেলের তরফ থেকে তাদের এই লাইফ লাইনকে সাজিয়ে তোলার জন্য এবং নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার জন্য নানান পরিবর্তন আনা হয়।

ঠিক সেই রকমই এবার অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে একটি পরিবর্তন এনেছি ভারতীয় রেলের টিকিট সরবরাহকারী সংস্থা আইআরসিটিসি (IRCTC)। irctc-র তরফ থেকে অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যাত্রীরা তা নিয়ে কোন সন্দেহ নেই।

Irctc তাদের ওয়েবসাইটে অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন এবং নিরাপদ পেমেন্ট পরিষেবার জন্য আরও একটি বিকল্প ব্যবস্থা যুক্ত করেছে। এর জন্য সংস্থার তরফ থেকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) ইজবাজ পেমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করেছে। এর ফলে টিকিট বুকিং করার ক্ষেত্রে যেমন নিরবিচ্ছিন্ন, নিরাপদ পেমেন্ট পরিষেবা পাওয়া যাবে ঠিক সেই রকমই আরও তাড়াতাড়ি পেমেন্ট করে যাত্রীরা হাতে টিকিট পাবেন।

ইজবাজ-এর তরফ থেকে জানান হয়েছে, তারা আইআরসিটিসি-এর সঙ্গে তাদের মিশনে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত। ক্রমাগত উচ্চ স্তরের গ্রাহক সন্তুষ্টি সহ উচ্চ মানের ভ্রমণ অভিজ্ঞতা প্রদান তারা করে থাকেন৷ তাদের পেমেন্ট সলিউশন প্ল্যাটফর্ম একটি শক্তিশালী প্রযুক্তি স্ট্যাক দ্বারা চালিত এবং টিকিট বুকিংয়ের মতো উচ্চ লেনদেন ভলিউম ব্যবসার জন্য অর্থপ্রদান পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে।

এক্ষেত্রে আইআরসিটিসি অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে ট্রেন দেখে নেওয়া এবং যাত্রীদের সমস্ত বিবরণ দেওয়ার পর পেমেন্ট অপশন যেখানে রয়েছে সেখানে স্ক্রল করে ইজবাজ বেছে নিতে হবে। পেমেন্ট করার সময় ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দুই ধরনের অপশন পাওয়া যাবে। যাত্রীরা নিজেদের পছন্দমত অপশন বেছে নিতে পারেন। পেমেন্ট করার ক্ষেত্রে ডেবিট কার্ডের জন্য ৫৮ পয়সা এবং ক্রেডিট কার্ডের জন্য ১ টাকা ৪৭ পয়সা ফি দিতে হয়।