আপনিও কি পাহাড়প্রেমী? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে এক সুখবর। উত্তরবঙ্গমুখী পর্যটকদের জন্য এবার দারুণ সুখবর। শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত চলবে নতুন ট্রেন। এই নতুন ট্রেনটি মূলত চলবে সাপ্তাহিক নিয়মে। রাত্রিবেলা শিয়ালদহ থেকে ছাড়বে এই ট্রেনটি। পরের দিন দুপুরবেলা তা পৌঁছবে জলপাইগুড়ি রোড স্টেশনে।
নতুন ট্রেনের সময়সীমা: জানা গিয়েছে, নতুন এই ট্রেনটি প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের দিকে রওনা দেবে। ট্রেনটি কৃষ্ণনগর সিটি এবং রানাঘাট জংশন হয়ে যাতায়াত করবে বলেই খবর। প্রতি শনিবার জলপাইগুড়ি রোড থেকে রাত ৮টা ৩০ মিনিটে রওনা দেবে ট্রেনটি।
আরও পড়ুন: Car New Rules: ১৫ বছরের পুরাতন গাড়িকে জ্বালানি দেবে না পেট্রোল পাম্প, জারি নতুন নিয়ম
এই প্রথম কোনও সাপ্তাহিক ট্রেন পেল জলপাইগুড়ি। যাত্রযাত্রীদের আপ রুটে ট্রেনটির গন্তব্যে পৌঁছতে সময় লাগবে ১২ ঘণ্টা ৩৫ মিনিট। আবার ফিরতে সময় লাগবে ১২ ঘণ্টা।
উত্তরবঙ্গ থেকে এর আগে রাত সাড়ে ৮ টার পর এনজেপি থেকে কোনও ট্রেন কলকাতার দিকে না আসার কারণে হয়রানির শিকার হতে হতো পর্যটকদের। সময় মতো তারা ফিরতে পারতেন না। সন্ধ্যায় এনজেপি থেকে শিয়ালদহ আসে বেশকিছু ট্রেন। এর মধ্যে রয়েছে অতি পরিচিত রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস। কিন্তু সাড়ে আটটার নাগাদ ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছাড়ার ফলে ব্যাপক সুবিধা পেতে চলেছেন যাত্র যাত্রীরা।
বলা ভালো, উত্তরবঙ্গ হল এমন একটি জায়গা যেখানে প্রায় সারাবছর জুড়েই ভ্রমণপিপাসুদের ভিড় লেগেই থাকে। টিকিটের চাহিদাও থাকে ব্যাপক। তাই এই ট্রেন জনসাধারণের মুখে হাসি ফোটাবেই।