চালু হলো আরও ১৯৬ জোড়া ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরসুমে ভারতীয় রেলের তরফ থেকে নতুন করে বেশ কতকগুলি ট্রেন চালানো হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল। আর সেই ঘোষণা অনুযায়ী এবার তালিকা প্রকাশ করলো ভারতীয় রেল। যে তালিকায় দেখা গিয়েছে ভারতীয় রেলের তরফ থেকে উৎসবের মরসুমে এক ধাক্কায় ১৯৬ জোড়া ট্রেন বাড়ানো হচ্ছে। আর এই ট্রেনগুলির মধ্যে ২৮ জোড়া রয়েছে বাংলার কোটায়।

ভারতীয় রেলের তরফ থেকে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই সকল স্পেশাল ট্রেনগুলি আগামী ২০ অক্টোবর থেকে দেশজুড়ে চলাচল শুরু করবে। ট্রেনগুলি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। স্পেশাল এই ট্রেনগুলি ফেস্টিভেল স্পেশাল পরিষেবার আওতায় চালানো হচ্ছে।

জানা গিয়েছে, এই ট্রেনগুলিতে ভ্রমণের জন্য গ্রাহকদের বিশেষ ট্রেনের ভাড়ার হারে ভাড়া দিতে হবে। অর্থাৎ ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের। তবে করোনাকালে যখন স্বাভাবিক ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেসময় বেশি ভাড়া গুনতে হলেও এই ফেস্টিভেল স্পেশাল ট্রেনগুলি নাগরিকদের জন্য স্বস্তি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

১৯৬ জোড়া ট্রেনের পূর্ণাঙ্গ তালিকা

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মার্চ মাসের ২২ তারিখ থেকে দেশজুড়ে বন্ধ রয়েছে স্বাভাবিক ট্রেন চলাচল। যার পর মে মাস থেকে ধীরে ধীরে কিছু স্পেশাল ট্রেন চালু করা হয়। তবে লোকাল ট্রেন চলাচল নিয়ে কোনো পরিকল্পনার কথা প্রকাশ করছে না ভারতীয় রেল। অধিকাংশ নাগরিকের দাবি মানুষের কষ্ট লাঘব করতে দ্রুত লোকাল ট্রেন চালানো হোক। যে কারণে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা।