নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের নিরিখে ভারতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। আর এই রেকর্ড তৈরি হওয়ার মূলে রয়েছে দেশজুড়ে উত্তরোত্তর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া। দিন কয়েক আগেই গড়ে ভারতে যেখানে প্রতিদিন ২৫,০০০ মানুষ করোনাই আক্রান্ত হচ্ছিলেন সেখানে বর্তমানে প্রতিদিন ২৮,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। আর এইভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই নাগরিকদের মধ্যে তৈরি হচ্ছে ভয় আশঙ্কা।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে করোনা সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৯৮ জন। আর এরপর এই দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ পেরিয়ে দাঁড়ালো ৯ লক্ষ ৬ হাজার ৭৫২। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭,৯৮৯ জন। এরপর দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৫ লক্ষ ৭১ হাজার ৪৬০। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৫৫৩ জন, মোট মৃতের সংখ্যা ২৩,৭২৩। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা হল ৩ লক্ষ ১১ হাজার ৫৬৫।
কিন্তু বিশেষজ্ঞরা এবং কেন্দ্র সরকারের তরফ থেকে যে আশ্বাস দেওয়া হচ্ছে তার ভিত্তিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দেশের নাগরিকদের মধ্যে। বিশেষজ্ঞদের তরফ থেকে বলা হয়েছে, “সংখ্যা বৃদ্ধি দেখে বেশি আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। এই ভাইরাসের যে ধরন তাতে আরও বেশি সংখ্যক মানুষের সংক্রমিত হওয়া অথবা হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। এই ভাইরাসের সংক্রমণের প্রভাব এবং এর ফলাফল অনেকটাই আলাদা। ভাইরাসটি যত দ্রুত সংক্রামিত হয় সেই তুলনায় মৃত্যু হার অনেক কম। এছাড়াও দেশে এক কোটির বেশি নমুনা পরীক্ষা হয়েছে আর সেই নমুনা পরীক্ষার নিরিখে সংক্রমণের সংখ্যাটা অনেক কম। আর যেভাবে নমুনা পরীক্ষা চলছে তাতে সংখ্যাটা বাড়াটাই স্বাভাবিক।”
বিশ্বে করোনা সংক্রমণের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যাবে আমেরিকায় প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন ১০,৩১২ জন। আর ভারতে সেই সংখ্যাটা মাত্র ৬৩৭। প্রাণহানির পরিসংখ্যানেও অনেকটা স্বস্তিতে রয়েছে ভারত। ভারতে প্রতি ১০ লক্ষ মৃতের সংখ্যা মাত্র ১৭। এছাড়াও ভারতে সুস্থতার হার ৬৩.০২%। গত ১৩ তারিখ পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ১ কোটি ২০ লক্ষ ৯২ হাজার ৫০৩।