Post Office Scheme: দেখতে দেখতে টাকা দ্বিগুণ করতে চান! সব ভুলে রাখুন পোস্ট অফিসের এই স্কিমে

Invest in this Post Office Scheme to double your money in short term: ভবিষ্যত সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকটি মানুষই কিছু না কিছু সঞ্চয় করে থাকে। ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস আপনি বিভিন্ন জায়গায় চাইলেই অর্থ সঞ্চয় করতে পারেন। যা সম্পূর্ণ সুরক্ষিত এবং রিটার্ন অবশ্যই ভালো পাবেন। তবে বর্তমানে পোস্ট অফিসের কিছু স্কিমে (Post Office Scheme) রিটার্ন যেমন ভালো সুদের হারও বেশি। আজকের প্রতিবেদনে জেনে নেব বিস্তারিত।

একমাত্র PPF ছাড়া সবরকম সঞ্চয় প্রকল্পে সুদের হার বেড়েছে ১০ থেকে ৭০ বেসিক পয়েন্ট। এই ধরনের নিরাপদ এবং নিশিত রিটার্ন যেসব স্কিমে পাবেন আপনি চোখ বন্ধ করে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম সম্পর্কে আশা করি সবাই শুনেছেন আপনি যদি ৫ লাখ বিনিয়োগ করেন রিটার্ন পাবেন ১০ লাখ। এটি পোস্ট অফিসের (Post Office Scheme) সঞ্চয় বাড়ানোর অন্যতম পথ।

আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে ৫ বছরের পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট সম্পর্কে(Post Office Scheme)। টাকা সঞ্চয় করলে দ্বিগুণ হবে অবশ্যই। এই স্কিমে সবথেকে বড় সুবিধা হলো চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা পাবেন। গ্রাহকরা কিন্তু এই স্কিমের আওতায় ৭.৫ শতাংশ হারে সুদের সুবিধা পাবেন। ভবিষ্যত নিরাপদ রাখতে আপনি এতে বিনিয়োগ করতে পারেন।

চলতি বছরের ১লা এপ্রিল থেকেই গ্রাহকরা পোস্ট অফিসের এই সুবিধা পাচ্ছে। আপনি যদি ৫ লক্ষ টাকা টাইম ডিপোজিট স্কিমে (Post Office Scheme) বিনিয়োগ করেন তাহলে মেয়াদ পূরণ হলে আপনি পাবেন ৭,২৪,৯৭৪ টাকা। তাহলে সুদ পাবেন ২,২৪,৯৭৪ টাকা। আপনি চাইলেই এই মেয়াদ বাড়াতে পারেন আরো ৫ বছর এতে রিটার্ন পাবেন ১০ লক্ষ টাকা অর্থাৎ দ্বিগুণ রিটার্ন পাবেন। মোট টাকার পরিমাণ হবে ১০,৫১,১৭৫ টাকা। অর্থাৎ গ্রাহকরা সুদ পাবেন ৫,৫১,১৭৫ টাকা।

যদি আপনার পোস্ট অফিস টাইমে ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে বিনিয়োগ শুরু করতে পারেন ১০০০ টাকা থেকে। নূন্যতম বয়স হতে হবে ১০ বছরের বেশি। তবে বাবা মায়ের তত্বাবধানে থাকবে শিশুর অ্যাকাউন্ট।