এ যেন গোদের ওপর বিষফোড়া! শুকিয়ে আসছে পাকিস্তানের ড্যাম

পাকিস্তানের সামনে বড় জলসঙ্কটের আশঙ্কা। হাতে মাত্র ৩৫ দিন, তারপরই শুকিয়ে যাবে গুরুত্বপূর্ণ খানপুর ড্যাম। একাধিক রিপোর্টে এমনই সতর্কবার্তা মিলেছে। ড্যামের জল শেষ হলে রাজধানী ইসলামাবাদসহ বহু শহরে দেখা দেবে চরম পানীয় জলের সমস্যা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, ইসলামাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই খানপুর ড্যাম। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ শহরগুলির জল সরবরাহ অনেকটাই এই ড্যামের উপর নির্ভরশীল। কিন্তু ক্রমাগত গরম এবং বৃষ্টির অভাবে জলস্তর দ্রুত কমছে।

আরও পড়ুন: কলকাতা টু মুম্বই পৌঁছাতে লাগবে মাত্র ৮০০ টাকা! ‘অমৃত ভারত’ এখন সময়ের অপেক্ষা

আন্তর্জাতিক রিপোর্টও বলছে, খানপুর ড্যামে আর মাত্র ৩৫ দিনের জল মজুত রয়েছে। তারপর সম্পূর্ণ শূন্য হয়ে যাবে ড্যাম। ফলে এক মাসের মধ্যেই পাকিস্তানে দেখা দেবে নজিরবিহীন জলসঙ্কট।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর পর ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানো হয়। তার কয়েকদিনের মধ্যেই ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার ঘোষণা করে। তখনই অনুমান করা গিয়েছিল, পাকিস্তান খুব দ্রুত জলের ঘাটতির মুখে পড়বে।

তথ্য বলছে, টানা খরা, অসহনীয় গরম এবং অনাবৃষ্টির কারণে খানপুর ড্যামের জলস্তর এখন ‘ডেড লেভেল’-এর মাত্র ২৫ ফুট ওপরে। জলস্তর আর একটু নামলেই বন্ধ হয়ে যাবে জল সরবরাহ। তখন পানীয় জলের প্রবল সঙ্কটে পড়বে গোটা অঞ্চল।