Income Tax জমা দেওয়ার সময়সীমা বাড়ালো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্য করোনা মোকাবেলায় আংশিক লকডাউন, পূর্ণ লকডাউন অথবা কড়া বিধিনিষেধ জারি করায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই আবার আমজনতার মাথায় চাপ সৃষ্টি করছে বেশ কিছু জরুরি কাজকর্ম। আর এই সকল জরুরী কাজকর্মের মধ্যে অন্যতম হলো Income Tax জমা দেওয়া। তবে ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রের তরফ থেকে Income Tax জমা দেওয়ার সময়সীমা অনেকটাই বাড়ানো হলো।

আয়কর দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতিতে ব্যক্তিগত আয়কর জমা দেওয়ার সময়সীমা দু’মাস বাড়ানো হচ্ছে। চলতি বছর ব্যক্তিগত আয়কর জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ৩১ জুলাই। আর এই সময়সীমা দু’মাস বর্ধিত করার কারণে শেষ সময় সীমা দাঁড়ালো ৩০ সেপ্টেম্বর। এর পাশাপাশি অডিটের জন্য যে সময়সীমা ছিল ৩১ অক্টোবর তা বাড়িয়ে করা হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত।

[aaroporuntag]
অন্যদিকে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য এবার থেকে নতুন পোর্টাল চালু হচ্ছে। নতুন এই পোর্টাল চালু হবে আগামী ৭ জুন। নতুন পোর্টাল চালু হওয়ার আগে জুন মাসের ১ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত পোর্টাল বন্ধ থাকবে। আগে যেখানে আয়কর সংক্রান্ত সমস্ত কাজকর্ম করা হতো https://www.incometaxindiaefiling.gov.in/home ওয়েবসাইট থেকে, সেই জায়গায় এবার নতুন করে কাজকর্ম শুরু হবে https://www.incometax.gov.in ওয়েবসাইট থেকে।