Jio Brain: জিও আনছে জিও ব্রেইন, এটি আসলে কী

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jio Brain: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় এক অসাধারণ ঘোষণা করলেন চেয়ারম্যান মুকেশ অম্বানি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন যুগের সূচনা করতে আসছে জিও ব্রেইন, যা প্রযুক্তির দুনিয়ায় রিলায়েন্সের আধিপত্য কায়েমের প্রথম পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। অম্বানি জানিয়েছেন, জিও ব্রেইন (Jio Brain) হবে এমন এক প্ল্যাটফর্ম যা এআই ব্যবহারের ধারণা সম্পূর্ণ বদলে দেবে, এবং ভারতকে এআই প্রযুক্তির শীর্ষস্থানীয় দেশে পরিণত করবে।

Advertisements

জিও (Jio Brain) ব্রেইন প্রকৃতপক্ষে একটি পূর্ণাঙ্গ এআই স্যুট, যা জিও-এর উদ্ভাবনী গবেষণার ফলাফল। এর মাধ্যমে এআই-এর সম্পূর্ণ লাইফসাইকেল, অর্থাৎ ডেটা সংগ্রহ থেকে শুরু করে মডেল প্রশিক্ষণ এবং বাস্তবায়ন- সবই এক প্ল্যাটফর্মে সম্ভব হবে। গুজরাটের জামনগরে তৈরি হবে একটি বিশাল এআই-রেডি ডেটা সেন্টার, যা চালিত হবে গ্রিন এনার্জি দিয়ে, এবং যার সাহায্যে রিলায়েন্স এআই সেবা প্রদান করবে সবার জন্য সাশ্রয়ী মূল্যে।

Advertisements

মুকেশ অম্বানি আরও বলেছেন তারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। তাদের লক্ষ্য সবার জন্য সহজলভ্য, কম খরচে এআই সেবা প্রদান করা, যা জিও ব্রেইনের মাধ্যমে সম্ভব হবে। তারা একাধিক শীর্ষস্থানীয় সংস্থার সাথে সহযোগিতা করছেন, যাতে এআই প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি করা যায়।

Advertisements

আরো পড়ুন: রিলায়েন্সের শেয়ার হোল্ডারদের জন্য বড় চমক, এবার একটির সাথে আরেকটি ফ্রি

জিও ব্রেইনের (Jio Brain) বিশেষত্ব হলো, এটি শুধুমাত্র রিলায়েন্সের অভ্যন্তরীণ ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং অন্য সংস্থাগুলির জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে। এই প্ল্যাটফর্মটি সংস্থার পরিচালন ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সঠিক পূর্বাভাস, এবং গ্রাহকদের চাহিদা বোঝার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করবে।

শেষে অম্বানি বলেন তারা আশা করছেন জিও ব্রেইনের মাধ্যমে তারা একটি অপ্রতিরোধ্য এআই প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হবেন, যা কেবলমাত্র রিলায়েন্সই নয়, বরং অন্যান্য সংস্থার জন্যও একটি সম্পদ হয়ে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তার এ নতুন অধ্যায়ে রিলায়েন্সের এই উদ্যোগ নিঃসন্দেহে চমকপ্রদ এবং প্রতিশ্রুতিশীল। জিও ব্রেইনের মাধ্যমে প্রযুক্তির বিশ্বে নতুন এক বিপ্লব আনতে চলেছে রিলায়েন্স, যা প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন আনবে।

Advertisements