মুখ ফেরাচ্ছে গ্রাহকরা! ১ কোটির বেশি গ্রাহক হারালো Jio

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনেছে যে টেলিকম সংস্থা তার নাম হল Jio। ভারতের বাজারে এই টেলিকম সংস্থা আসার আগে মোবাইল ব্যবহার করা ছিল বহু মূল্যবান অলঙ্কারের মত। তবে জিও এসে সস্তায় ইন্টারনেট, কল দেওয়ার পাশাপাশি প্রথম 4G পরিষেবা নিয়ে আসে।

তবে এরই মাঝে সম্প্রতি ট্রাই-এর রিপোর্ট থেকে উঠে এসেছে এক ধাক্কায় এক কোটির বেশি গ্রাহক সংখ্যা কমেছে জিওর। গত বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসে মোবাইলের খরচ বৃদ্ধি পাওয়ার পরেই গ্রাহক সংখ্যা কমেছে বলে জানা যাচ্ছে ট্রাই সূত্রে। তবে শুধু জিও নয়, দেশে সর্বোপরি মোবাইল গ্রাহক সংখ্যায় কমেছে।

এক ধাক্কায় এক কোটির বেশি গ্রাহক সংখ্যা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি জিওর থেকে মুখ ঘোরাচ্ছেন গ্রাহকরা? সম্প্রতি ট্রাই-এর তরফ থেকে গ্রাহক সংখ্যা সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, গত বছর ডিসেম্বর মাসে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা যা কমেছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা কমেছে জিওর। ডিসেম্বর মাসে জিওর গ্রাহক সংখ্যা কমেছে ১.২৯ কোটি।

জিও ছাড়াও এই সময়ে গ্রাহক সংখ্যা হারিয়েছে ভোডাফোন। ভোডাফোন ১৬.১৪ লক্ষ গ্রাহক সংখ্যা হারিয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে যখন জিও এবং ভোডাফোন নিজেদের গ্রাহক সংখ্যা হারাচ্ছে সেই সময় নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে এয়ারটেল এবং বিএসএনএল।

BSNL এই পিরিয়ডে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে ১১ লক্ষ। আবার এই সময়ে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে এয়ারটেলেরও। এয়ারটেলের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪.৭৫ লক্ষ। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে গ্রাহক সংখ্যা কমার পর জিওর গ্রাহক সংখ্যা দাঁড়াল ৪১.৫৭ কোটি। ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা দাঁড়ালো ২৬.৫৫ কোটি এবং এয়ারটেলের গ্রাহক সংখ্যা হয়েছে ৩৩.৫৭ কোটি।