অষ্টম শ্রেণী পাস হলেই পোস্ট অফিসে চাকরিতে আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদন : পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে তাদের বেশ কিছু বিভাগের শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সকল শূন্যপদে নিয়োগ করা হবে কলকাতায়। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারাও এই শূন্যপদগুলি জন্য আবেদন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই সকল শূন্যপদে আবেদন করার জন্য আর কি কি শর্ত এবং পদ্ধতি রাখা হয়েছে ডাক বিভাগের তরফ থেকে।

মোট শূন্যপদ : ডাক বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়েছে ১৯ টি। যাদের মধ্যে রয়েছে মোটর ভেহিক্যাল মেকানিক ৮টি, মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ানে ৪টি, ব্ল্যাকস্মিথে ২টি, টায়ারম্যানে ২টি, পেন্টারে ১টি, আপহোল্ডারে ১টি এবং কার্পেন্টার অ্যান্ড জয়েনারে ১টি।

শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি তাদের থাকতে হবে নির্দিষ্ট শূন্যপদে আবেদনের জন্য প্রশিক্ষণ এবং কমকরে এক বছরের অভিজ্ঞতা। মোটর ভেহিক্যাল মেকানিক পদে আবেদনের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা : আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স ধরা হবে জুলাই, ২০১৮ তারিখের হিসাবে। তবে নিয়োগের সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, উপজাতিরা ৫ বছর ও অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

বেতন : এই সকল শূন্য পদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বেতন রয়েছে। তবে সর্বনিম্ন বেতন ৫, ২০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ২০,২০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি : আবেদনকারীকে সাদা কাগজে নিজের বায়োডাটা তৈরি করে সেই বায়োডাটা পাঠাতে হবে ‘দ্য সিনিয়র ম্যানেজার, মেল মোটর সার্ভিসেস, ১৩৯, বেলেঘাটা রোড, কলকাতা-৭০০০১৫’ ঠিকানায়।

আবেদন পাঠানোর শেষ তারিখ : আবেদনকারীকে তাদের বায়োডাটা পাঠাতে আগামী নভেম্বর মাসের ২ তারিখের মধ্যে। আবেদনপত্র পাঠানো যাবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে।