দাদাগিরিতে বীরভূমের হয়ে কেমন পারফরম্যান্স দেখালেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর

লাল্টু : বীরভূমের দুবরাজপুরের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর এখন সেলিব্রিটি। তার কাঁচা বাদাম গান এখন বিশ্ব মাতাচ্ছে। বাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গাইতেন এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয়ে পড়ে। তারপরেই রাতারাতি তিনি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে ওঠেন।

সেলিব্রিটি হয়ে ওঠার পর আমরা আগেই জানতে পেরেছি তিনি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দাদাগিরির মঞ্চে বীরভূমের হয়ে অংশগ্রহণ করেন। প্রথম থেকেই এই এপিসোড নিয়ে ছিল সাধারণ মানুষের মধ্যে সরল কৌতূহল। এই কৌতূহলের অন্যতম কারণ হলো, তিনি দাদাগিরিতে অংশগ্রহণ করার পরেই জানা যায় ট্রফি জিতেছেন ভুবন বাদ্যকর। সেই এপিসোড শনিবার রাতে দেখানো হয় জি বাংলার পর্দায়।

ভুবন বাদ্যকর এখন যেমন বিশ্ব কাঁপাচ্ছেন ঠিক তেমনি, দাদাগিরির মঞ্চেও তাকে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাতে লক্ষ্য করা যায়। বিশেষ করে তিনি অংশ গ্রহণের পর থেকেই পুরো মঞ্চ মাতিয়ে রেখেছিলেন। এই মঞ্চে ভুবন বাদ্যকর ছাড়াও ছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে তা হলেও এপিসোডের আগাগোড়া বাদাম কাকুকে নিয়েই ছিল মুখরিত।

https://youtu.be/UWobH78AHU4

বাদাম বিক্রি করে কাঁচা বাদাম গানের দৌলতে সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে ওঠার কারণে ভুবন বাদ্যকরকে সৌরভ বাদাম সংক্রান্ত প্রশ্ন করেন। যে সকল প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল ‘কোন প্রকার বাদাম মাটির নিচে হয়?’ সেই প্রশ্নে চারটি অপশন দেওয়া হয়েছিল। যেগুলি ছিল কাজু বাদাম, চিনে বাদাম, পেস্তা বাদাম এবং বাক্স বাদাম।

এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ভুবন বাদ্যকর, তবে সেই উত্তর দেওয়ার আগেই তিনি মঞ্চে উপস্থিত সৌরভ থেকে অন্যান্যদের হাসিয়ে ছাড়েন। বেশ কিছু সময় ধরে সদাহাস্য ভবন বাদ্যকর বাকিদের হাসানোর পর সঠিক উত্তর দেন চিনে বাদাম। সম্প্রতি এই এপিসোডের একটি ভিডিও জি বাংলার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। ভিডিওটি আপলোড করার পাশাপাশি তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।