Bolpur: বোলপুরে অরিজিৎ সিংয়ের শুটিং চলাকালীন নিরাপত্তারক্ষীর হাতে হেনস্তা হওয়া বোলপুরের আরেক শিল্পী কমলাকান্ত লাহা শেষমেষ বৃহস্পতিবার কিনলেন সোনার আংটি। সেদিনের ওই ঘটনায় তার সোনার আংটিটি খোয়া গিয়েছিল। এরপর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বোলপুরের (Bolpur) শান্তিনিকেতন থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তীতে অরিজিৎ সিং এর নিরাপত্তা রক্ষী থানায় এসে দুপক্ষের এই ঝামেলা মিটমাট করে নেন এবং তিনি প্রতিশ্রুতি দেন এই ধরনের ঘটনা আর ঘটবে না।
এসবের মধ্যে বৃহস্পতিবার কমলাকান্ত বাবু নতুন করে সোনার আংটি কিনতে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে কি অরিজিৎ সিং কমলাকান্ত বাবুকে খোয়া যাওয়া সোনার আংটির দাম দিয়েছেন? নাকি কমলাকান্ত বাবুই নিজের পকেট থেকে টাকা খরচ করে সোনার আংটি কিনলেন?
আরও পড়ুন: দ্য বেঙ্গল ফাইলস-এ অভিনয় করে বিতর্কে জড়ালেন অভিনেতা সৌরভ
কমলাকান্ত বাবু জানিয়েছেন, হাতের আঙুল ফাঁকা থাকবে! এই কথা ভেবেই তিনি এদিন নতুন সোনার আংটি কিনেছেন। তবে টাকা কে দিল, নাকি তিনি নিজেই টাকা দিয়ে আংটিটি কিনলেন সেই বিষয়টি তিনি পরিষ্কারভাবে জানাতে না চাইলেও জানিয়েছেন, অরিজিৎ সিং এর নিরাপত্তা রক্ষীর সঙ্গে ঝামেলার সময় আংটিটি হারানোর পরিপ্রেক্ষিতে তারাই জানিয়েছিলেন পরে আংটির টাকা দিয়ে দেবেন। আর তারই পরিপ্রেক্ষিতে আংটির টাকা দেওয়া হয়। তিনি নাম না করেই জানিয়েছেন, সেটা অরিজিৎ সিংও হতে পারেন, হতে পারেন তার নিরাপত্তা রক্ষী অথবা শুটিং টিম। তিনি বোলপুরের (Bolpur) শুটিং টিমের বিষয়টিকেই জোর দিয়ে জানিয়েছেন।