মাটির মানুষ, পড়ুয়াদের সঙ্গে নেচে ভাইরাল IAS মহিলা অফিসার

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অনেক ভিডিও নজরে আসে। ভাইরাল হওয়া সেই সকল ভিডিও কোন একটি বিনোদনমূলক, কোনোটি আবার শিক্ষামূলক, আবার কোনটি নানান বিষয়ের। এই ধরনের হাজার ভিডিওর মধ্যে এবার নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে লক্ষ্য করা যাচ্ছে এক আইএএস মহিলা অফিসারের নাচ।

আমরা সাধারণত আইএএস অথবা আইপিএস অফিসারদের নিরাপত্তা ঘেরা গাড়িতে করেই ঘুরে বেড়াতে লক্ষ্য করি। এছাড়াও অফিস কাছারিতে তারা অধিকাংশ সময় ব্যস্ত থাকেন। তবে এসব অফিসারদের মধ্যে এমন কিছু অফিসারকে খুঁজে পাওয়া যায় যারা বারংবার নিজেদের মাটির মানুষের মত পরিচয় দিয়ে আসার পাশাপাশি অন্যদের সঙ্গে সময় কাটানোর সময় বের করে নেন।

ঠিক সেই রকমই এক মহিলা আইএএস অফিসারের খোঁজ মিলেছে কেরলে। ওই মহিলা আইএএস অফিসার পড়ুয়াদের সঙ্গে এক নাগাড়ে নাচ করে সবার মধ্যে আনন্দ ভাগ করে নেন। নগাড়ে সঙ্গ ঢোল…’ গানে নাচ করতে দেখা যায় তাকে। সেই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে পড়েছে।

জানা গিয়েছে, ওই মহিলা আইএএস অফিসারের নাম দিব্যা এস আইয়ার। তিনি কেরলের পথানামথিট্টা জেলার জেলাশাসক। এই ভিডিওতে তাকে রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত গলিও কি রাসলীলা রামলীলা ছবির ‘নগাড়ে সঙ্গ ঢোল…’ গানে নাচতে দেখা গিয়েছে।

ভিডিওটি অজিন পথনমথিট্টা নামে এক ফেসবুক ব্যবহারকারী আপলোড করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে জেলা কালেক্টরের ডান্স মুভস’। ভিডিওতে দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, ওই জেলাশাসক কেরলের মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির আর্ট ফেস্টিভাল প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন স্টেডিয়ামে। সেই সময়ই তিনি পড়ুয়াদের সঙ্গে এইভাবে নাচ করেন। একজন আইএএস অফিসারের এইভাবে পড়ুয়াদের সঙ্গে মিশে যাওয়ার পরিপ্রেক্ষিতে মুগ্ধ হয়েছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা এবং ওই আইএএস অফিসারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।