বস্তায় ভরে কীসব পাচার করছিল হাসিবুর! বুঝতে পেরেই পুলিশ যা করল

লাল্টু: পাচারের আগে নিষিদ্ধ কোডাইন মিক্সচার উদ্ধার করল খয়রাশোল থানার পুলিশ। প্লাস্টিকের জার ভর্তি ৫ লিটারের বেশি কোডাইন মিক্সচার উদ্ধার করে পুলিশ। বস্তার ভেতরে লুকানো ছিল ওইসব প্লাস্টিকের জারগুলি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে হাসিবুর রহমন নামে এক পাচারকারী। তার বাড়ি সাঁইথিয়া থানার সাহানগর গ্রামে। তাকে খয়রাশোলের গোপালপুর বাসস্ট্যান্ড মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে দুবরাজপুর আদালতের তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।

খয়রাশোল থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কোথা থেকে এই নিষিদ্ধ কোডাইন মিক্সচার নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, পাশাপাশি এর সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।