controversies of Sourav Ganguly: সৌরভের জীবনের এই ৫টি বিবাদ, যা আজও পিছু তাড়া করে মহারাজকে

বাংলার মহারাজ এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সম্প্রতি বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন। তাকে দেখা গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ধারাভাষ্য করতে। জীবনের নানা পর্যায়ে নানা বিতর্কের সাথে যুক্ত হয়েছেন তিনি। কখনো প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের সাথে ঝামেলা আবার কখনো বিরাট কোহলির সাথে অধিনায়কত্ব নিয়ে বিতর্ক। বিবাদ (controversies of Sourav Ganguly) তার পিছন ছাড়েনি কখনো। ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে তিনি একজন। শুধুমাত্র নিজের ঔদ্ধত্যের কারণেই সৌরভ গাঙ্গুলিকে বহুবার বিতর্কে জড়াতে হয়েছে।

গ্রেগ চ্যাপেল ও সৌরভ গাঙ্গুলীর বিতর্ক (controversies of Sourav Ganguly) ভারতের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় একটি অধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং গ্রেগ চ্যাপেলকে ভারতীয় ক্রিকেট টিমের কোচ করে এনেছিলেন। পরিস্থিতির পরিবর্তন হতে বেশিদিন সময় নেয়নি। খারাপ পারফরম্যান্স এর জন্য সৌরভকে দল থেকে বাদ দিয়ে নতুন অধিনায়ক করেন রাহুল দ্রাবিড়কে। অন্যদিকে আরেকটি বিতর্ক হল, বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলির মধ্যে। দুই অধিনায়কের মধ্যেই বৈশিষ্ট্যের মিল অনেক জায়গাতে। প্রতিপক্ষের সাথে লড়াই করতে পছন্দ করে দুজনেই। কিন্তু অধিনায়কত্বের শেষদিকে বিবাদ দেখা দেয় সৌরভের সাথে। অবশেষে কোহলি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন।

আইপিএল নিয়েও কম বিতর্ক হয়নি সৌরভের জীবনে। তিনি ছিলেন প্রথম বছরে কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক। কিন্তু প্রথমবার ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র ৬ টি ম্যাচ জিততে পেরেছিল কেকেআর। যার কারনে আইপিএলের দ্বিতীয় মরশুমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে, দায়িত্ব দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্র্যান্ডন ম্যাককালামকে। এই ঘটনাও যথেষ্ট বিতর্কিত (controversies of Sourav Ganguly) ছিল। যদিও সেবারেও কেকেআর ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। যার ফলে তৃতীয় মরশুমে অধিনায়কত্ব ফের এসেছিল সৌরভের কাঁধে।

রবি শাস্ত্রীর ব্যাটিংয়ের একান্ত ভক্ত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু যখন ভারতীয় অলরাউন্ডার রবি শাস্ত্রী অস্থায়ীভাবে ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন, সেই সময় সৌরভের পরামর্শেই তাকে সরিয়ে কোচ হিসাবে আনা হয় অনিল কুম্বলেকে। এই ঘটনা নিয়েও কম বিতর্ক হয়নি (controversies of Sourav Ganguly)। সেখান থেকেই সম্পর্কের অবনতি শুরু হয়। এ নিয়ে বহুবার রবি শাস্ত্রী সৌরভের বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন।

ভারতের মাটিতে, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে, আনন্দে মাঠের মাঝখানে জামা খুলে ঘুরিয়েছিলেন তৎকালীন ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এর বদলা নিতে ভোলেননি। লর্ডসে ন‍্যাটওয়েস্ট সিরিজ জিতে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ব্যালকনিতে নিজের জার্সি খুলে ঘোরানোর ভিডিও প্রত্যেকটা ভারতীয় মনে আজও জ্বলজ্বল করছে। কিন্তু সেই সময় এই নিয়েও কম বিতর্ক হয়নি।