Traffic Challan : ট্রাফিক রুল মানতে মন চায় না! জেনে রাখুন কোন ভুলের কত মাশুল

Traffic Challan : গাড়ি চালানোর সময় এই ভুলটি করা থেকে বিরত থাকুন। নয়তো যখন তখন আপনার পকেট খালি হয়ে যেতে পারে। পুলিশের একটি চালানে চলে যেতে পারে আপনার পুরো মাসের মাইনে। অথচ জানলে অবাক হবেন, এই ভুলটা আকছার প্রায় অনেকেই করেন। তবে এমনটা করা উচিত নয় মোটেই। যদি আপনার সময় খারাপ চলে, তাহলে এই একটি ভুল করলে আপনাকে জরিমানা দিতে পারে ১৫০০০ টাকা। অথবা ছয় মাসের জন্য হাজতবাস।

এমনিতেই ট্রাফিক আইন মেনে চলার জন্য পুলিশের পক্ষ থেকে নানা ধরনের সচেতনতামূলক প্রচার চালানো হয়। রাজ্যের রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি যা রাজ্যের বাইরেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তাছাড়াও বর্তমানে শাস্তির বদলে হাতে নানা রকম উপহার তুলে দিয়ে পুলিশ বাইক চালকদের সচেতন করার চেষ্টা চালায়। হেলমেট পড়ার জন্য নানা রকম ভাবে বাইক চালকদের কাছে আবেদন জানান পুলিশ কর্মীরা। তবে এই ভুলটি যদি আপনি করেন, তাহলে পুলিশ কর্মীদের কাছে ক্ষমা পাওয়ার আশা কম। যদি হাতে নাতে ধরা পড়েন তাহলে কপালে সমূহ বিপদ।

মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী এই নিয়ম লংঘন করলে মোটা টাকার জরিমানা হতে পারে। আইন লংঘন করলে পড়তে হবে বড় শাস্তির মুখে। পাশাপাশি এই অপরাধের জন্য আপনার বাইক বাজেয়াপ্ত করতে পারে পুলিশ। বাতিল হতে পারে আপনার লাইসেন্স। মদ্যপান করে বাইক চালালে পড়তে হতে পারে এই বড় শাস্তির মুখে। পুলিশ কাটতে পারে ১৫ হাজার টাকার চালান। ড্রিংক অ্যান্ড ড্রাইভের জন্য রয়েছে ১০ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের জেল হেফাজতের নিদান।

মদ্যপানের পাশাপাশি গাড়ি চালানোর সময় ধূমপান করলেও বড় শাস্তি হতে পারে। ট্রাফিক নিয়ম অনুযায়ী, কেউ যদি দ্বিতীয়বারের জন্য মদ্যপান করে গাড়ি চালান তাহলে তাকে ১৫০০০ টাকা চালান দিতে হবে অথবা ২ বছরের জন্য জেল হতে পারে। মদ্যপান করে গাড়ি চালানোর ফলে শুধু চালান নয়। জীবন-ঝুঁকির সম্ভাবনাও বেড়ে যায়। গাড়ির উপর নিয়ন্ত্রণ হারান চালক। যার ফলে দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। প্রাণ হারাতে পারেন পথচলতি নিরীহ মানুষ। তাই এই অভ্যাস একেবারেই ত্যাগ করা উচিত।

পাশাপাশি কেউ যদি গাড়ির বিমা কাগজ ছাড়াই ড্রাইভ করেন তাহলে ২০০০ টাকার চালান দিতে হবে অথবা ৩ মাসেই জেলও হতে পারে। মদ্যপান করে গাড়ি চালানোর সময় আরও একটি প্রবণতা লক্ষ করা যায় চালকদের মধ্যে যা হল সিগন্যাল ভেঙে গাড়ি চালানো। অন্যদিকে দু চাকা চালকরা যদি হেলমেট ছাড়াই স্কুটার বা মোটরসাইকেল চালান তাহলে দিতে হবে ১০০০ টাকা জরিমানা। এই ফাইন জমা দিলে তবেই দু চাকা ছাড়াতে পারবেন। হেলমেট যদি ভুল ভাবে পরা হয় তাহলেও অপরাধের মধ্যে পড়বে সেটি। এ ক্ষেত্রে ভরতে হবে ১০০০ টাকা চালান।

মদ্যপান ছাড়াও আরও একটি নিয়ম রয়েছে প্রায়শই ভেঙে থাকেন চালকরা। কেউ জেনে বুঝে তো কেউ অজান্তে। মোটর ভেহিকেল আইন অনুযায়ী কেউ যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান তাহলে ৫০০০ টাকা ফাইন দিতে হতে পারে।