KBS kharif season payment: কৃষক বন্ধুর টাকা আদৌ অ্যাকাউন্টে ঢুকছে তো! জেনে নিন দেখার উপায়

How to know if the farmer friend’s money has entered the bank: রাজ্য সরকার বরাবর জনগণের স্বার্থে নানারকম প্রকল্প নিয়ে আসে। কৃষক বন্ধু প্রকল্প হল রাজ্যের কৃষকদের সুবিধার্থে একটি প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একসঙ্গে তো সব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয় তাই প্রতিদিন কিছু কিছু করে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। বর্তমানে টাকা পাচ্ছেন খরিফ মরশুমের কৃষকরা (KBS kharif season payment) । রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় কৃষকরা রবি ও খরিফ ফসল চাষের জন্য দুটি কিস্তিতে ৪০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত পাবেন। এই প্রকল্পের অধীনে থাকা কোন কৃষক যদি ষাট বছরের আগে মারা যান সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন আর্থিক সাহায্য হিসেবে দু লাখ টাকা দেবে সেই মৃত কৃষকের পরিবারকে।

এখনো অবধি যেসব কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে একমাত্র তাদের অ্যাকাউন্ট অগ্রাধিকার পাবে টাকা পাঠানোর ক্ষেত্রে। সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা একই দিনে টাকা পাঠানো কখনো সম্ভব নয়। কোন কারনে যদি এখনো অবধি টাকা না পান তাহলে চিন্তার কোন কারণ নেই। ট্রানজেকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট যদি ভ্যালিড থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি কৃষক বন্ধুর টাকা (KBS kharif season payment) পেয়ে যাবেন।

টাকা (KBS kharif season payment) ঢুকছে কিনা সেটি দেখার জন্য কি করতে হবে? প্রথমেই আপনাকে যেতে হবে কৃষকবন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটিতে সেটি হলো krishakbandhu.net। এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি নথিভুক্ত কৃষকদের তথ্যের একটি অপশন পাবেন, অপশনটিতে ক্লিক করুন। আপনি অন্য একটি পেজ দেখতে পাবেন। তারপর আপনাকে দিতে হবে আপনার বৈধ ভোটার আইডি কার্ড নম্বর। এরপর সার্চ বটনে ক্লিক করতে হবে।

এরপর যদি Transaction Successfully লেখা দেখতে পান তাহলে বুঝবেন অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তারপর আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে দেখতে হবে। তাও যদি আপনি কোন রেকর্ড না পান, তাহলে অবশ্যই আপনার স্টেটাস সম্পর্কে জানতে CSC বা কৃষি সহকারী পরিচালকের অফিসে যেতে হবে।

এছাড়া আরও একটি সহজ উপায়ে আপনি জানতে পারবেন কৃষক বন্ধুর টাকা (KBS kharif season payment) ঢুকেছে কি না। সেই সহজ উপায়টি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করা। তাছাড়া আপনি নিজের ফোনের মেসেজ বক্স চেক করতে পারেন। যদি দেখেন ফোনের মেসেজে অথবা অ্যাকাউন্ট স্টেটমেন্ট এ ২০০০ টাকা ঢুকেছে এমন মেসেজ ঢোকে তাহলে বুঝবেন আপনার কৃষক বন্ধুর টাকা আপনি পেয়ে গেছেন।