নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা টেলিকম সংস্থাগুলি হল Jio, Airtel, Vi এবং BSNL। এই চার টেলিকম সংস্থার মধ্যে একমাত্র ভারত সঞ্চার নিগম অর্থাৎ বিএসএনএল রাষ্ট্রীয় টেলিকম সংস্থা। রাষ্ট্রীয় এই টেলিকম সংস্থা একসময় দেশের রমরমা বাজার করলেও পরবর্তীতে বেসরকারি টেলিকম সংস্থাগুলির যাঁতাকলে পড়ে রীতিমত নিজেদের অস্তিত্ব হারানোর অবস্থায় এসে দাঁড়িয়েছে।
রাষ্ট্রয়ত্ত টেলিকম সংস্থা হয়েও BSNL এখনো পর্যন্ত তাদের গ্রাহকদের না দিতে পেরেছে 4G পরিষেবা, না দিতে পেরেছে 5G। অথচ সেই জায়গায় অন্যান্য টেলিকম সংস্থাগুলি দিন দিন নিজেদের প্রযুক্তিগত দিক দিয়ে উন্নতি ঘটাচ্ছে। স্বাভাবিকভাবেই দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা রাষ্ট্রীয় জিনিসকে ভুলে মজেছেন বেসরকারি পরিষেবায়। তবে এবার বিএসএনএল-এর তরফ থেকে বড় ঘোষণা করা হলো।
শনিবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর পিকে পুরওয়ার জানিয়েছেন, প্রথম ধাপে খুব অল্প পরিসরে 4G পরিষেবা চালু করার পথে হাঁটবে তাদের সংস্থা। এরপর পরবর্তীতে সেই পরিষেবা বৃহত্তর আকারে পৌঁছে দেওয়া হবে। যা পরিস্থিতি চলছে তাতে ২০২৪ সালের জুন মাসের মধ্যেই গোটা দেশে পৌঁছে যাবে 4G পরিষেবা। তবে তার আগে ডিসেম্বর মাসেই পরিষেবা চালু করে দেওয়া হবে।
এর পাশাপাশি তিনি যা জানিয়েছেন তাতে 4G পরিষেবা চালু করার সঙ্গে সঙ্গে সংস্থা আর আগের মতো থেমে থাকবে না। বরং 4G র পর 5গ পরিসেবা চালু করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর জন্য যথোপযুক্ত ভাবে স্পেক্ট্রাম রয়েছে তাদের হাতে এবং তারা এখন কেবলমাত্র 4G পরিষেবা লঞ্চ করার অপেক্ষায় রয়েছেন। 4G পরিষেবা লঞ্চ হয়ে গেলেই 5G তে হাত দিয়ে দেবেন তারা।
ডিসেম্বর মাসে কোথায় প্রথম 4G পরিষেবা চালু করবে BSNL? এই বিষয়ে সংস্থার চেয়ারম্যানের সূত্রে জানা গিয়েছে, প্রথমেই পাঞ্জাবে 4G পরিসেবা লঞ্চ করা হবে। পরিষেবা চালু করার জন্য ২০০ টি লোকেশনের কাজ শেষ হয়ে গিয়েছে এবং তিন হাজার তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে। পাঞ্জাবে প্রথম পরিষেবা লঞ্চ হওয়ার পর আগামী জুন মাসের মধ্যেই গোটা দেশে পরিষেবা পৌঁছে দেওয়া হবে।