Previous Name of Vande Bharat Express: বন্দে ভারতের আগে কী নাম ছিল! অধিকাংশরা জেনেও জানেন না, বললেই মনে পড়ে যাবে

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন প্রায় ২ কোটি মানুষ এবং বছরে ৭০০ কোটি মানুষ ভারতীয় রেল (Indian Railways) পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এই বিপুলসংখ্যক মানুষদের সঠিকভাবে পরিষেবা দেওয়ার পাশাপাশি রেলের তরফ থেকে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালানো হচ্ছে।

ভারতীয় রেলের তরফ থেকে দেশের কোটি কোটি যাত্রীদের আরও উন্নত থেকে উন্নততর পরিষেবা দেওয়ার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে তার মধ্যে ভারতের রেল ট্র্যাকে এখন দৌড়াচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express), অমৃত ভারত এক্সপ্রেস, নমো এক্সপ্রেস ইত্যাদি। আগামী দিনে দৌড়াবে বুলেট ট্রেন। তবে এই সকল ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু জানেন কি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আগে কি নাম (Previous Name of Vande Bharat Express) ছিল?

যখন এই প্রশ্নটি করা হচ্ছে তখন নিশ্চয় স্পষ্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নাম আগে বন্দে ভারত এক্সপ্রেস ছিলনা। এমনকি এই ট্রেনের নাম আগে কি ছিল তার অনেকেই জানেন, কিন্তু এখন ভুলে গিয়েছেন। এখন যদি তাদের সেই নাম মনে পরিয়ে দেওয়া হয় তাহলেই টুক করে মনে পড়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আগে কি নাম দেওয়া হয়েছিল?

আরও পড়ুন 👉 Kavach: সাই সাই করে ছুটবে বন্দে ভারত, যুক্ত হল নতুন প্রযুক্তি

২০১৭ সালে কেন্দ্র সরকার প্রথম এমন একটি ট্রেনের কল্পনা শুরু করে যা বিদেশি ট্রেনগুলি থেকেও ভারতীয়দের অনেক বেশি সুবিধা দিতে পারে। যে ট্রেনের কল্পনা করা হয়েছিল সেটি দেশের অন্যান্য ট্রেনের থেকে সম্পূর্ণ আলাদা হবে এমনটাই। আর এই নতুন ধরনের ট্রেন তৈরি করার জন্য রেল বোর্ড চেন্নাইয়ের আইসিএফ কারখানাকে দায়িত্ব দেয়। এক বছরের মধ্যেই ২০১৮ সালে প্রথম এই ট্রেন চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। যেহেতু ২০১৮ সালে এই ট্রেন চালু করার পরিকল্পনা ছিল তাই এর নাম দেওয়া হয়েছিল ট্রেন ১৮ (Train 18)।

ট্রেন ১৮ ২০১৮ সালের শেষের দিকে প্রস্তুত করা সম্ভব হলেও ওই ট্রেনটি যেহেতু একেবারেই নতুন ধরনের ট্রেন ছিল তাই তা পরীক্ষা নিরীক্ষার জন্য আরও তিন চার মাস সময় লেগে গিয়েছিল। এরপর ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি অত্যাধুনিক এই ট্রেনের অপারেশন ঘোষণা করা হয়। অন্যদিকে নতুন এই ট্রেনের নাম যা দেওয়া হয়েছিল অর্থাৎ ট্রেন ১৮ তা নিয়ে ভারতীয়দের মধ্যে সেইভাবে প্রতিফলন লক্ষ্য করা যায়নি। অর্থাৎ সেই নাম ভারতীয়দের মনে জায়গা করতে পারেনি। এরপরই এই নাম পরিবর্তনের জন্য আলোচনা শুরু হয় এবং শেষমেষ বন্দে ভারত নাম দেওয়া হয়। যে নাম এখন ভারতীয়দের মুখোমুখি ঘুরে বেড়াচ্ছে। ভারতের প্রথম যে বন্দে ভারত চালু হয়েছিল সেটি দিল্লি থেকে বারাণসী পর্যন্ত ছুটে ছিল।