সত্যজিৎ রায়ের সিনেমার গানের সুরে করোনা সচেতনতায় গান বাঁধলো কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিবেদন : আগামী ১৪ই এপ্রিল অব্দি লকডাউন। গৃহবন্দী, প্রয়োজনের অতিরিক্ত মানুষকে বাইরে বেরোতে মানা করা হচ্ছে। বারংবার ঘরে থাকতে অনুরোধ করছেন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাঁরা বুঝছেন না সত্যিটা কি। বাইরে বেরোনোর ফলটা কি মারাত্মক হতে পারে তা অনেকেই বুঝতে পারছেন না! আর তাই এখনও ওই সকল অসচেতন মানুষকে সচেতন করতে, আর গৃহবন্দী মানুষের এই বিষন্নতা কাটাতে পুলিশ প্রশাসন নানান রকমভাবে উদ্যোগ নিচ্ছে। কি করছে পুলিশ প্রশাসন? গান বাঁধছেন তারা। এরপর নিজেরাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গান গাইছেন।

গৃহবন্দী নাগরিকরা ঘরের মধ্যে থাকতে থাকতে বোর ফিল করছেন। ২১ দিনের লকডাউনটা খুব সহজ একটা কথা নয়। ঘরের মধ্যে থাকতে থাকতে একাকীত্ব বিষণ্নতা তৈরি হচ্ছে মানুষের তা সত্যিই খুব চিন্তার বিষয়। তাই এই একাকীত্ব বিষণ্নতা দূর করতে ও তার পাশাপাশি মানুষকে সচেতন করতে এবং বাইরে বেরোনোর ফল কতটা মারাত্মক হতে পারে এইগুলি বোঝাবার জন্য গান বেঁধেছেন পুলিশবাহিনী এবং তারা রাস্তায় দাঁড়িয়ে সেই গান গাইছেন।

গত কয়েকদিন ধরে কলকাতার বিভিন্ন রাস্তায় এই মিউজিক থেরাপি শুরু করেছেন পুলিশ সেনারা। আজ বালিগঞ্জ কালচারালের রবীন্দ্র সরোবর থানার আধিকারিকরা রাস্তার মাঝে গান গাইতে শুরু করলেন। গান আমাদের সবার পরিচিত সত্যজিৎ রায়ের ‘গুপি গাইন বাঘা বাইন’ সিনেমার গান। “ওরে শহরবাসী তোরা বাইরে ঘুরে করবি কি তা বল!” এই গানটি লেখা হয়েছে “ওরে হাল্লার রাজার সেনা” এই গানের সুরে।

করোনা পরিস্থিতিতে বাইরে বেরোলে কি পরিণতি হতে পারে তাও বলা হয়েছে, “জরুরি দরকার ছাড়া/ কেন ঘোরা পাড়ায় পাড়া/ আর কটা দিন ধৈর্য ধর /নইলে অমঙ্গল”। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গানটি সার্থক রূপ পেয়েছে।

প্রসঙ্গত, রবীন্দ্র সরোবর থানা এলাকায় এই গানটি আজ গাওয়া হয়, এর আগে এন্টালী এবং গড়িয়াহাট এলাকাতেও গান গাওয়া হয়েছিল পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে।