এজেন্টের ভরসা ছাড়াই হবে সব কাজ, যুগান্তকারী পরিষেবা নিয়ে এলো LIC

নিজস্ব প্রতিবেদন : জীবন বীমার ক্ষেত্রে দেশের অধিকাংশ মানুষ যার উপর ভরসা করে থাকেন সেই সংস্থাটির নাম হল এলআইসি অর্থাৎ লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া। দেশের কোটি কোটি মানুষ এই সংস্থার আওতায় নিজেদের জীবন বীমা করিয়েছেন এবং করাচ্ছেন। জীবন বীমা করানো অথবা তার প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে এখনো বড় সংখ্যার মানুষই এজেন্টের উপর নির্ভর করেন। সেক্ষেত্রে এজেন্টদের নিয়ে কোনরকম সমস্যা দেখা দিলে তাদের সমস্যায় পড়তে হয়।

বর্তমান ডিজিটালাইজেশনের যুগে অন্যান্য সমস্ত সংস্থা যখন সাধারণ মানুষকে অনলাইনে বিভিন্ন ধরনের পরিষেবা পৌঁছে দিচ্ছে সেই সময় জীবন বীমার এই সংস্থার তরফ থেকেও নতুন একটি পরিষেবা চালু করা হলো। এই নতুন পরিষেবা এলআইসিতে যুগান্তকারী পরিবর্তন এনে দিতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এলআইসি তরফ থেকে তাদের গ্রাহকদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এমন এক পরিষেবা দিতে চলেছে যেখানে সব কিছু করতে পারবেন গ্রাহকরা।

তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এলআইসির সমস্ত রকম পরিষেবা নেওয়ার জন্য গ্রাহকদের রেজিস্ট্রেশন করতে হবে। আবার হোয়াটসঅ্যাপের এই যে পরিষেবা তা কেবল গ্রাহকরা ব্যবহার করতে পারবেন তা নয়, এছাড়াও প্রয়োজন পড়লে এজেন্টরাও এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।

নতুন এই পরিষেবার মাধ্যমে বিশ্বের যে কোন জায়গা থেকে একজন গ্রাহক তার এলআইসির পলিসি কিনতে পারবেন, প্রিমিয়াম জমা দিতে পারবেন, এছাড়াও অন্যান্য বেশ কিছু প্রয়োজনীয় কাজ করতে পারবেন। তবে এই পরিষেবা পেতে হলে গ্রাহককে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন করার জন্য https://ebiz.licindia.in/D2CPM/#Register ওয়েবসাইটে গ্রাহকদের যেতে হবে এবং সেখানে পলিসি নম্বর, প্রিমিয়াম, ইমেল, জন্ম তারিখ, মোবাইল নম্বর, লিঙ্গ ইত্যাদি দিয়ে Proceed করতে হবে।