Liquor Shop: সূরাপ্রেমীদের জন্য সুখবর, দোলের দিন নির্দিষ্ট সময় খোলা থাকবে মদের দোকান

নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে যেকোনো উৎসব পার্বণ মানেই শুরু হয় মদের ফোয়ারা। মদ ছাড়া কোন উৎসব পার্বণ চলে না বললেই চলে। অন্যদিকে যখন আগামীকাল রয়েছে দোলযাত্রা, সেই সময় অনেকের মধ্যেই প্রশ্ন, মদের দোকান (Liquor Shop) কি খোলা থাকবে?

ইতিমধ্যেই দোলের দিন মদের দোকান খোলা থাকবে কিনা তা নিয়ে নানান সংশয় তৈরি হয়েছে রাজ্যে সূরাপ্রেমীদের মধ্যে। অনেকের কাছে খবর রয়েছে, দোলের দিন বন্ধ থাকবে মদের দোকান। আর এরই পরিপ্রেক্ষিতে রবিবার থেকে সূরাপ্রেমীরা মদের স্টক করতে শুরু করে দিয়েছেন। তবে এসবের মধ্যেই সূরাপ্রেমীদের জন্য একটি সুখবর এসে গেল।

সরকারি নিয়ম অনুসারে কোন কোন দিন মদের দোকান বন্ধ থাকবে তা নিয়ে প্রতিবছর শুরুর দিকেই আবগারি দপ্তরের তরফ থেকে ড্রাই ডে সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে দেওয়া হয়। মূলত মহাত্মা গান্ধীজীর জন্মদিন সহ বেশ কিছু তিনি মদের দোকান পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা করা হয়ে থাকে। তবে যাদের কাছে খবর রয়েছে দোলের দিন মদের দোকান পুরোপুরি বন্ধ থাকবে তাদের সেই খবর ভুল।

আরও পড়ুন 👉 Liquor Sale Monitoring: ভোটের সময় বাড়িতে কতটা মদ মজুত রাখা যায়, নিয়ম না জানলে ঝামেলায় পড়তে হবে

কেননা আবগারি দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার দোলের দিন মদের দোকান হাফ বেলা খোলা থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সারাদিন মদের দোকান খোলা না থাকলেও নির্দিষ্ট সময়ে সূরাপ্রেমীরা মদের দোকান থেকে তাদের চাহিদা মতো মদ সংগ্রহ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কটা থেকে কটা পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান? অথবা কখন থেকে কখন পর্যন্ত মদের দোকান খোলা থাকবে?

আবগারি দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল থেকে প্রচুর দুটো পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে। এরপর মদ ব্যবসায়ীরা তাদের দোকান খুলে ব্যবসা চালাতে পারবেন। তবে দুপুর দুটোর আগে মদের দোকান খোলা হলে তা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়াও দোলের আগের দিন অর্থাৎ রবিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মদের দোকান খুলে রাখা যাবে। অন্যদিকে বেশ কিছু মদ বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে, দুপুর দুটো থেকে মদের দোকান খুলে রাখার অনুমতি পাওয়া গেলেও অনেক জায়গায় বিকালের পরই দোকান খোলা হবে।