গন্তব্য কাছে হোক বা দূরে, ছেলেদের একমাত্র ভরসা যোগ্য বাহন হল বাইক। বিশেষত কলেজ পড়ুয়াদের কাছে যদি একটা বাইক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। একবারে স্বপ্নপূরণ। নিত্যদিন নানান ফিচার যুক্ত বাইক বাজারে আসছে।
কারোর কাছে বাইক চালানো একটা প্যাশন আবার কেউ প্রয়োজন মেটাতে যাতায়াত করতে বাইক চালান। কিন্তু যতই নামিদামি বাইক আসুক না কেন এই পাঁচটি সেরা বাইকই বাজার কাঁপিয়ে আসছে। প্রথমেই যার নাম বলতেই হয় সেটি হল Hero Splendor। বাইকের দুনিয়ায় এখনো রাজা হিসেবেই গন্য হওয়া এই বাইকের ইঞ্জিন 97 cc। যার ব্যাপক চাহিদা রয়েছে গ্রাহকদের কাছে। ২০২১-২২ সালে আর্থিক বছরে সর্বাধিক বিক্রি হয়েছে এই বাইক। ২৪৬০২৪৮ Hero Splendor কিনেছেন গ্রাহকরা।
আরও পড়ুন: Hyperloop Train: ম্যাজিকের গতিতে ছুটবে ট্রেন! চোখের পলক ফেলতেই পৌঁছে যাবেন কলকাতা থেকে বারাণসী
ছেলেদের অন্যতম পছন্দের বাইকের তালিকায় দ্বিতীয়তে রয়েছে বাজাজ পালসার। ২০২১-২২ সালে আর্থিক বছরে ৯৪৫৯৭৮ পালসার বিক্রি হয়েছে।
দুর্দান্ত স্পিড ও হাই পারফরম্যান্সের জন্য Honda Shine125 cc অত্যন্ত জনপ্রিয় গ্রাহকদের মধ্যে। যার দাম শুরু হচ্ছে ৬৬০০০ থেকে।
বহু বছর ধরেই গ্রাহকদের পছন্দ Hero এর HF delax। যার দাম শুরু হচ্ছে ৫৬০০০ থেকে। সাধ্যের মধ্যে থাকার কারণে এই বাইকের চাহিদা ও ভালো। Hero passion pro স্মার্ট স্টাইলিশ লুক বিশিষ্ট এই বাইক কলেজ পড়ুয়াদের মধ্যে খুব জনপ্রিয়। দামও সাধ্যের মধ্যে। ৫৫০০০ থেকে শুরু এর দাম। এই বাইক লং ড্রাইভের জন্য খুব ভালো।