Love Full Form : LOVE শব্দের ফুল ফর্ম জানেন? প্রেমের অর্থ বদলে যাবে!

Love Full Form : ভালোবাসা খুব সুন্দর একটা শব্দ। একে অপরকে ‘ভালোবাসি’ বলাটা আজকের দিনে সহজ হলেও কথাটার মর্যাদা রাখা কিন্তু অত সহজ নয়। আগেকার দিনে মানুষ প্রেমে পড়লে লেখা হতো প্রেমপত্র। আবার প্রেমের সাথে মিলিয়ে তৈরি হত নানান শ্রুতিমধুর গান যা প্রেমিক প্রেমিকার বন্ধনকে আরও সুদৃঢ় করতো।

আজও প্রেমের জোয়ারে গা ভাসিয়ে দেয় প্রেমিক-প্রেমিকারা। গানও বেজে ওঠে মনে মনে। তবে প্রেমপত্র আর তেমন আসেনা। এই নতুন যুগে ভালোবাসার মাস অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারিতে ভালোবাসার বিশেষ দিনটি পালন করতেই ব্যস্ত থাকে যুগলে। একে অপরকে গোলাপ ফুলের তোরা উপহার দিয়ে ভালোবাসার কথা জানান তারা। একে অপরকে ভালোবাসা নিবেদন করতে আরও একটি কাজ করতে ভোলেন না কেউ। যে তিনটি শব্দ ছাড়া প্রেম অসম্পূর্ণ তা হল I LOVE YOU।

এই তিনটি শব্দের কাছে হার মানে সকল প্রেমিক প্রেমিকারই। একে অপরকে সহজেই মনের কথা বলে ফেলা যায় এই তিনটি শব্দে। কিন্তু জানেন কি এই LOVE শব্দের পুরো কথা কী?
অনেকেই এই LOVE শব্দের ফুল ফর্মটির সঙ্গে পরিচিত নয়। ব্যাকরণ গত ভাবে LOVE শব্দের ফুল ফর্ম না থাকলেও সকলের মুখে এর একটা ফুল ফর্ম বেশ জনপ্রিয়। এর ফুল ফর্ম হল Life’s Only Valuable Emotion যার বাংলা অর্থ হল জীবনের সবচেয়ে মূল্যবান আবেগ। ভালোবাসায় বেদনা আছে জেনেও মানুষ একে অপরকে মন দিয়ে ভালোবাসে।

হাজারো ঝড় ঝাপটা মান অভিমা নের পরে দিনের শেষে যার মুখই চোখে ভেসে ওঠে সেই তো ভালোবাসার সঙ্গীটি। তাহলে এবার থেকে ভালোবাসা পুরো কথাটি বলে একবারে তাক লাগিয়ে দিন আপনার প্রিয় মানুষটিকে।