বছরের শুরুতেই রেকর্ড ঠান্ডার, বৃষ্টির সম্ভাবনা ৩ জেলায়, দেখুন আজকের আবহাওয়া

Weather Update: যত দিন যাচ্ছে ঠান্ডা যেন বেড়েই চলেছে। নতুন বছরের প্রথম দিনেই রীতিমত রেকর্ড করেছে শীত। এরপর শৈত্যপ্রবাহের জেরে অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। তাহলে আজ শুক্রবার কেমন থাকবে কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়া

শুরুতেই যেটা না বললেই নয়, সেটা হল ২০২৬ এর শুরুতেই রেকর্ড করেছে কলকাতা। কারণ বিগত ১৮ বছরে এবছর প্রথম পারদ নেমেছিল ১১.৬ ডিগ্রিতে। অর্থাৎ শীতলতম ১লা জানুয়ারির সাক্ষী হল কলকাতাবাসী। আর আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে কুয়াশার পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে আজ সকাল থেকেই পারদ নিম্নমুখী থাকবে। বেলার দিকে ৩-৪ ডিগ্রি উষ্ণতার পারদ চড়লেও দক্ষিণের তাপমাত্রা সর্বনিম্ন ১১-১২ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে মনে করা হচ্ছে। সাথে কুয়াশার চাদর ও শৈত্যপ্রবাহ বজায় থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগণা থেকে পুরুলিয়া সহ নদীয়া জেলায় কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণের মত উত্তরেও জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কালিম্পঙ ও আলুপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাথে দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতে ব্যাপক কুয়াশার জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।