LPG: LPG সিলিন্ডার পেতে হতে পারে বড় সমস্যা! ধর্মঘটে কী মিলবে সুরাহা?

চলতি মাসেই মধ্যবিত্তের কপালে পড়েছে চিন্তার ভাঁজ, কারণ এলপিজি সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বেড়েছে। তবে এবার সেই চিন্তা হবে দ্বিগুণ, কারণ মে মাস থেকে শুরু হচ্ছে নতুন ঝঞ্ঝাট। আগামী মাস থেকে এলপিজি সিলিন্ডার সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা। আবার বৃদ্ধি পেতে পারে সিলিন্ডারের দামও।ধর্মঘটের হুঁশিয়ারি শোনা গিয়েছে এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের গলায়। সত্যি যদি ধর্মঘটের পরিস্থিতি হয় সেক্ষেত্রে গ্রাহকদের গ্যাস সিলিন্ডার পেতে ঝঞ্ঝাট পোহাতে হবে।

সূত্র মারফত জানা গিয়েছে, গত রবিবার এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের গলায় হুঁশিয়ারির সুর শোনা যায়। তারা বলেন, তাদের কমিশন বৃদ্ধি করতে হবে। আগামী তিন মাসের ভিতরে বাড়তি কমিশন সহ বহু দাবিকে যদি মান্যতা না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা ধর্মঘট এর পথে হাঁটবেন। অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস শর্মার তরফে এক বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, গত শনিবার ভোপালে অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Panjhora Bunglow: দীর্ঘ প্রায় চার বছর পর খুলে গেল পানঝোরা বনবাংলোর দরজা!

তার কথায়, “একাধিক রাজ্যের তরফে আসা সদস্যরা দাবি প্রস্তাব অনুমোদন করেছে। আমাদের পক্ষ থেকে এই দাবি নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককেও চিঠি লেখা হয়েছে। এলপিজি সরবরাহকারীরা এখন যা কমিশন পান তা অত্যন্ত কম। মূল্যবৃদ্ধির এই যুগে তা ব্যয়ের সঙ্গে কোনওভাবেই সঙ্গতিপূর্ণ নয়।”

কেন্দ্রীয় সরকারকে চিঠির মাধ্যমে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এলপিজি সিলিন্ডার সরবরাহের জন্য কমিশন হিসেবে অন্তত ১৫০ টাকা প্রদান করা উচিত। চিঠিতে আরও বলা হয়েছে, এলপিজির সরবরাহ তার কতটা চাহিদা এবং সরবরাহ তার উপর নির্ভর করে। তবে, তেল কোম্পানিগুলি জোর খাটিয়ে আইন বিরোধী কাজ চালাচ্ছে। যা শীঘ্রই বন্ধ হওয়া প্রয়োজন। আগামী তিন মাসের মধ্যে কমিশন না বাড়ানো সহ অন্যান্য দাবি পূরণ না করলে তারা দীর্ঘ দিনের জন্য ধর্মঘটের পথে হাঁটবেন।