কাঁচা বাদাম অর্ডার দিলেন মদন, চলবে না চরাম চরাম, গুড় বাতাসা

নিজস্ব প্রতিবেদন : সকলকে চমকে দিয়ে শনিবার বীরভূমের ভাইরাল কাচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর পৌঁছে যান কলকাতায়। রাজ্যের শাসকদল তৃণমূল তাকে সেলিব্রেটি প্রচারক হিসেবে কলকাতার পৌরসভা নির্বাচনে রাস্তায় নামায়। হাতে এমন সুযোগ পেতে ভুবন বাদ্যকর হাতছাড়া করেন নি। দিনভর দাপিয়ে বেড়ালেন কলকাতার রাস্তায়।

কলকাতা পৌর নির্বাচনে প্রচার করার পর আবার তাকিয়ে দেখা যায় বিধায়ক মদন মিত্রের সঙ্গে আড্ডা মারতে। দীর্ঘক্ষণ ধরে দুজনের মধ্যে চলে জমিয়ে আড্ডা। আড্ডা দেওয়ার পাশাপাশি সেখানে কাচা বাদাম গান ফোনেই মদন মিত্র ভুবন বাদ্যকরকে ২০ হাজার টাকা পুরস্কার স্বরূপ হাতে তুলে দেন। তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে রয়েছে মদন মিত্রের অর্ডার।

কলকাতা পৌর নিগমের নির্বাচনের ফলাফল বের হবে আগামী ১৯ তারিখ। সেই দিন যাতে কলকাতা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ড অর্থাৎ ১৪৪টি ওয়ার্ডে যেন এক কেজি করে কাচা বাদাম পৌঁছে যায় তারজন্য অর্ডার দিয়ে দিলেন মদন মিত্র। তিনি মনে করেন, এবার কলকাতা পৌর নিগমের নির্বাচনের ফলাফল হবে ১৪৪-০। এরই পরিপ্রেক্ষিতে প্রতিটি ওয়ার্ডের কর্মীদের হাতে এই কাঁচা বাদাম পৌঁছে দেওয়ার জন্যই তার এই অর্ডার।

এর আগে আমরা বিভিন্ন নির্বাচনী লক্ষ্য করেছি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিভিন্ন ডায়লগ রাজ্যজুড়ে ছয়লাপ হতে। যেমন গুড় বাতাসা, চরম চরম, নকুলদানা ইত্যাদি। তবে এবার ভোটের আগে এবং ভোটের ফলাফলের পর শুধুই কাচা বাদাম চলবে বলে জানিয়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

এর পরিপ্রেক্ষিতে মদন মিত্র বলেন, ‘কোন চড়াম চড়াম নয়, কোন বাজনা নয়, শুধু….. কাঁচাআআআআআ বাদাম!’ তবে চড়াম চড়াম হোক অথবা নকুলদানা, বা গুড় বাতাস অথবা কাচা বাদাম, সবেতেই এই বীরভূমই জড়িয়ে অঙ্গাঙ্গিভাবে।