Made in India Android Tablet: জলের দরে মিলবে ট্যাব, সঙ্গে আবার AI ফিচার, তৈরি হল ভারতেই

Made in India Android Tablet will match with BharatGPT: সম্প্রতি লঞ্চ হয়ে গেল ভারতে ডিজাইন করা প্রথম ট্যাবলেট (Made in India Android Tablet)। এপিক ফাউন্ডেশন লঞ্চ করেছে এই মিল্কিওয়ে অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি। এর সব থেকে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো এতে ভারতজিপিটি এআই সমর্থন করবে। বিশেষত শিক্ষার্থীদের সহায়তা প্রদান করার জন্য এই ট্যাবলেটটি লঞ্চ করা হয়েছে।

এপিক ফাউন্ডেশনের নেতৃত্বে থাকা এইচসিএল প্রতিষ্ঠাতা ড. অজয় চৌধুরী এবং অর্জুন মালহোত্রার উদ্যোগে ভারতে প্রথম বারের জন্য লঞ্চ হয়েছে ট্যাবলেট মিল্কিওয়ে। এই ট্যাবলেটটিতে রয়েছে একটি ৮ ইঞ্চি ডিসপ্লে। সেই সঙ্গে প্রসেসরের ক্ষেত্রে রাখা হয়েছে MediaTek ৮৭৬৬A চিপসেট। এছাড়া এতে আছে ৪ GB RAM এবং ৬৪ GB স্টোরেজ। ৩.৫ হেডফোন পয়েন্টের পাশাপাশি সাপোর্ট করবে ব্লুটুথ ৫.০। এছাড়াও থাকছে Android ১৩ অপারেটিং সিস্টেম।

বিশেষ সূত্র মারফত পাওয়া তথ্য অনুসারে জানা গেছে ভারতে লঞ্চ হওয়া এই ট্যাবলেটটি (Made in India Android Tablet) VVDN টেকনোলজিস, MediaTek India এবং CoRover.ai. এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই ট্যাবলেটটি লঞ্চ করার পিছনে কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল এমন ট্যাবলেট লঞ্চ করা যা পরে মেরামত এবং আপগ্রেড করা যেতে পারে। এই ট্যাবলেটটি লঞ্চ করার পিছনে আবার আত্মনির্ভর ভারত অভিযান এর কথাও মাথায় রাখা হয়েছে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এই ট্যাবলেটটি দারুন ভাবে সাহায্য করবে এবং এতে বিভিন্ন ভাষা সাপোর্ট করবে।

আরও পড়ুন 👉 Jio Book Laptop: জলের দরে মুকেশ আম্বানি নিয়ে এলো 4G কম্পিউটার, মিলবে অবিশ্বাস্য সব সুবিধা

বিশেষভাবে প্রস্তুত করা এই ট্যাবলেটটি MediaTek 8766A প্রসেসর দিয়ে চালিত হয়। এই ট্যাবলেটে দেওয়া IPS স্ক্রিনটির রেজোলিউশন রাখা হয়েছে ৮০০ x ১২৮০ পিক্সেল। এই ট্যাবলেটের সামনে আছে একটি ৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এর পিছন দিকে আছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এছাড়াও মিল্কিওয়ে ট্যাবলেটটিতে আছে একটি উন্নত মানের ৫১০০ mAh ব্যাটারি। যা ব্যবহারকারীকে দীর্ঘক্ষণ ধরে কাজ চালিয়ে যাওয়ার সুবিধা প্রদান করবে।

জানা গেছে আগামী ২ মাসের মধ্যে এই ট্যাবলেটটি বাজারে পাওয়া যাবে। মূলত IRIS ট্যাবলেটগুলি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। সংস্কার তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এই ট্যাবলেটের দাম এখনও বলে দেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই ট্যাবলেট এর দাম হবে প্রায় ৮৪০০ টাকা