বুধবার সন্ধ্যাবেলায় বীরভূমের কীর্ণাহার থানার অন্তর্গত কীর্ণাহার বাসস্ট্যান্ড এলাকায় থাকা একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। যে দুঃসাহসিক ডাকাতির ঘটনার খবর ইতিমধ্যে অনেকের জানা। আর এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তদন্তে নেমে মাত্র ২৪ ঘণ্টাতেই বড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ।
বুধবার সন্ধ্যায় আচমকা কীর্ণাহারের ওই সোনার দোকানে বেশ কয়েকজন দুষ্কৃতী একটি গাড়িতে করে আসে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার অলংকার সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এলাকা ছাড়ার সময় তারা এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য মুড়ি-মুরকির মতো বোমাবাজি করে। ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছই বোলপুরের এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। আর তারপরই এই ঘটনায় শুরু হয় পুলিশের জোরদার তদন্ত।
তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করে এবং একজনকে আটক করা হয়েছে বলে জানান বীরভূম জেলা পুলিশ সুপার আমন দীপ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত লুট হওয়ার সোনার জিনিসপত্র উদ্ধার করার সম্ভব হয়নি। তবে বীরভূম জেলা পুলিশ সুপার আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, সবকিছুই উদ্ধার করা সম্ভব হবে।
