Mamata on Aadhaar Deactivation Notice: আধার কার্ড বাতিলের চিঠি এলেও চিন্তা নেই, বড় ব্যবস্থা গ্রহণের ঘোষণা মমতার

নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে এখন শুরু হয়েছে নতুন আতঙ্ক, যে নতুন আতঙ্কের নাম হল ‘আধার বাতিল’ (Aadhaar Deactivation)। আসলে গত কয়েকদিন ধরেই বাড়ি বাড়ি এমন চিঠি (Aadhaar Deactivation Notice) আসতে শুরু করেছে। এই চিঠি আসার পর থেকেই আতঙ্ক বাড়তে শুরু করেছে। এমনকি লোকসভা ভোটের আগে এমন আধার আধার (Aadhaar Card) বাতিলের চিঠির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল।

তবে আধার কার্ড বাতিল সংক্রান্ত এই ধরনের চিঠি এলে চিন্তা করতে হবে না বলেই রবিবার সিউড়ির একটি সরকারি সুবিধা প্রদান মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি এর জন্য বড় ব্যবস্থা গ্রহণ করছেন বলে দাবি করেছেন এবং সেই ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিলেন চলুন দেখে নেওয়া যাক।

ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। কেননা প্রত্যেকেই জানেন আধার কার্ড না থাকলে সরকারি বিভিন্ন ভর্তুকি যেমন পাওয়া যায় না, ঠিক সেই রকমই স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে পরীক্ষা সবকিছুতেই আধার জরুরি। এমন পরিস্থিতিতে আধার বাতিলের চিঠি কোথায় কোথায় আসছে তা সম্পর্কে খোঁজ রাখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি একটি পোর্টাল তৈরি করার নির্দেশ দিলেন।

আরও পড়ুন 👉 Aadhaar Deactivation Notice: বাতিল আধার কার্ড, বাড়ি আসছে চিঠি! জানুন এবার কি করবেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার জানান, ‘ব্লকে ব্লকে নজর রাখুন আধার কার্ড কে কাটছে? কালকেই অনলাইন পোর্টাল করে দিয়ে গভমেন্টের তরফ থেকে প্রেস করে জানিয়ে দেওয়া হবে। যারই আধার কার্ড কাটবে তিনি ওই পোর্টালকে জানান, তারপর আমরা অ্যাকশন নেব।” মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন পোর্টাল করা হবে এবং সেখানে যাদের আধার কার্ড থেকে নাম বাদ যাচ্ছে তাদের বিষয়টি জানাতে হবে। তারপর রাজ্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

আধার বাতিল করার বিষয়ে যে চিঠি আসছে সেই চিঠি দেওয়া হচ্ছে আধারের 28A রেগুলেশন অনুযায়ী। এই আইন অনুযায়ী তখনই আধার বাতিল করা হয় যখন কোন গ্রাহককে বিদেশি বলে সন্দেহ করা হয় অথবা যখন কারো ঠিকানার প্রমাণপত্র সন্তোষজনক হয় না। এর আগেও UIDAI বারবার যাতে আধার বাতিল না হয় তার জন্য আধার আপডেট করার কথা জানিয়েছিল।