বিয়ের অনুষ্ঠানে হঠাৎ নেচে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রইলো ভিডিও

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একজন প্রশাসক নন, পাশাপাশি তার রয়েছে হাজার গুণ। ছবি আঁকা, গান গাওয়া, গান লেখা, কবিতা লেখা, এমনকি নাচ, কিসের অধিকারী নন তিনি। তার এই হাজারো গুণে আপ্লুত দেশ-বিদেশের মানুষেরা। এবার এই মুখ্যমন্ত্রীকেই দেখা গেল একেবারে আলাদা মেজাজে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের বিভিন্ন সময়ে যে সকল জায়গায় সফর করে থাকেন সেখানে কোন না কোন চিহ্ন রেখে যান। সেই সকল সফরে তিনি এমন কিছু করেন যেগুলি বছরের পর বছর ধরে মানুষের মনে গেঁথে থাকে। উত্তরবঙ্গ সফরের ক্ষেত্রেও এমনটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে নাচলেন এবং নবদম্পতিদের আশীর্বাদ করলেন।

বুধবার উত্তরবঙ্গের হাসিমারায় একটি গণবিবাহের অনুষ্ঠানের আয়োজন ছিল। এই গণবিবাহের অনুষ্ঠানে তার হাজির হওয়ার কথা ছিল এবং সেই কথা মতো তিনি নির্দিষ্ট সময়ে পৌঁছে যান। তবে শুধু পৌঁছে যাওয়া নয়, সেখানে পৌছে প্রথম থেকেই চমক দেখাতে শুরু করেন তিনি।

এদিন তাকে ওই গণবিবাহের অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় আদিবাসী পোশাক পরে। সেখানে পৌঁছেই তিনি গণবিবাহের অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন পাত্র-পাত্রীর সঙ্গে কথা বলেন। তারপর তাদের আশীর্বাদ করেন এবং হাতে তুলে দেন উপহারের প্যাকেট। এরপর বিয়ের আয়োজনের খোঁজখবর নেন এবং তারপর ধামসা মাদলের তালে পা মেলান তিনি।

এদিন মুখ্যমন্ত্রীকে দেখা যায়, সাদা ও সবুজ রঙের শাড়ি পরে মঞ্চে হাজির হতে। নাচের মাঝেই থাকে আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি এইভাবে নাচতে পারে এবং কথা বলতে পেরে স্বাভাবিকভাবেই আপ্লুত হন ওই সকল আদিবাসীরা। এরপর লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্প আদিবাসী মহিলাদের উপহার দেন মুখ্যমন্ত্রী।