রাতভর জেরা, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার মানিক ভট্টাচার্য, কী অভিযোগ

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তাবর তাবর নেতা মন্ত্রীদের গ্রেপ্তার হতে দেখা গিয়েছে। এবার এই তালিকায় নাম উঠলো প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাকে মঙ্গলবার গ্রেপ্তার করে এডি।

সোমবার দুপুর বেলা মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য সময়মত সিজিও কমপ্লেক্সে এলেও গভীর রাতেও তাকে সেখান থেকে বের হতে দেখা যায়নি। এরপরই মঙ্গলবার জানা যায় তাকে গ্রেপ্তার করেছে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইডি সূত্রে জানা যাচ্ছে, সোমবার থেকে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করার পর মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে। নিয়োগ দুর্নীতি মামলায় গত মাসে ইডির তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয় তাতে নাম ছিল মানিক ভট্টাচার্যের। তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে।

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে তা হল, পরীক্ষার যে মাস্টার শিট, সেখানে নদিয়া ও অন্যান্য জেলার ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের জায়গায় ফাঁকা রাখতে বলা হয়। এই কাজ করার জন্য মানিক ভট্টাচার্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের চাপ দিয়েছিলেন। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে চার্জসিটে।

তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। তবে এর পাশাপাশি তিনি তৃণমূলের নদীয়ার পলাশীর একজন বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তৃণমূলের দুজন বিধায়ক গ্রেপ্তার হলেন। প্রথমজন হলেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং দ্বিতীয়জন মানিক ভট্টাচার্য। নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় একের পর এক বিধায়কদের গ্রেপ্তারির ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়তে শুরু করেছে শাসকদলের অন্তরে।