মনোজ তিওয়ারি বনাম অশোক দিন্দা, কে কোথায় হতে পারেন প্রার্থী

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার দুই শিবিরে নাম লিখিয়েছেন। মনোজ তিওয়ারি নাম লিখিয়েছেন শাসকদল তৃণমূলে আর অশোক দিন্দা নাম লিখিয়েছেন রাজ্যের প্রধান বিরোধীদল গেরুয়া শিবিরে। আর এই দুই তারকা রাজনৈতিক ময়দানে নামার সাথে সাথেই জল্পনা তৈরি হয়েছে প্রার্থী হওয়ার। যার পরেই প্রশ্ন উঠছে তাহলে কি তারা একই কেন্দ্রে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করবেন?

জানা যাচ্ছে, তেমনটা হবে না। রাজনৈতিক ময়দানে ক্রিকেটের এই দুই বন্ধু একে অপরের বিরুদ্ধে আলাদা আলাদা শিবিরে নাম লেখালেও সম্মুখ সমরের সম্ভাবনা নেই। তবে তারা যে দুজনেই ভোটের ময়দানে লড়ার জন্য টিকিট পাবেন তা প্রায় নিশ্চিত। এমনটাই বলছে সূত্র।

মনোজ তিওয়ারি গত সপ্তাহের বুধবার হাওড়া ডানলপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। আর তার এই যোগদানের পরই জানা যাচ্ছে তাকে হাওড়ার কোন একটি এলাকা থেকে প্রার্থী করা হতে পারে। যদিও কোথায় প্রার্থী করা হতে পারে তার সম্পর্কে সুনিশ্চিত কিছু বার্তা পাওয়া যায়নি। সম্ভবত হাওড়া উত্তর বেছে নেওয়া হতে পারে মনোজ তিওয়ারির জন্য। অন্যদিকে তৃণমূলে এক ক্রিকেটারের আগমন ঘটলেও ভোটের আগেই অন্য এক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা বিদায় নেন। এমত অবস্থায় মনোজকে কোন তালিকায় ভোটের ময়দানে খেলানো হতে পারে তা নিয়েই ছক কষছে তৃণমূল।

[aaroporuntag]
অন্যদিকে মনোজ তিওয়ারির তৃণমূলে যোগ দেওয়ার দিনই বিজেপিতে যোগদান ভারতের প্রাক্তন পেস বোলার অশোক দিন্দা। অশোক দিন্দার বিজেপিতে যোগ দেওয়ার পরেও জল্পনা চলছে তাকে প্রার্থী করা নিয়ে। সূত্র মারফত জানা যাচ্ছে অশোক দিন্দাকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুর থেকে। মেদিনীপুরের ময়না বিধানসভা বেছে নেওয়া হতে পারে তার জন্য। ইতিমধ্যেই অশোক দিন্দা ওই এলাকার বিভিন্ন অংশে দুদিন ধরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।