AI Traffic Camera : ফাঁকি দিয়ে পালানোর উপায় নেই! কলকাতায় এবার ট্রাফিক সামলাবে AI

AI Traffic Camera : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চারিদিকে হইচই। এবার রাস্তাঘাটেও দাপট বাড়বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের। এবার এআই পরিচালিত ক্যামেরা নজরদারি করবে রাস্তাঘাটে। প্রথম দিল্লির কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় এআই পরিচালিত ক্যামেরা ইনস্টল করার কথা বলা হয়েছিল। যেগুলি স্বয়ংক্রিয়ভাবে অনেক ধরনের কাজ করতে পারবে। এবার দিল্লির হাত ধরে দেশের দক্ষিণ প্রান্তের একটি রাজ্য ব্যবহার করতে চলেছে এআই পরিচালিত ক্যামেরা। যেগুলি ব্যবহার করা হবে ট্রাফিক সামলানোর কাজে।

সম্প্রতি কেরলের মোটর ভেহিকেল দপ্তর এআই পরিচালিত ক্যামেরা ব্যবহার করার কথা ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ধীরে ধীরে ভারতের সব রাজ্যেই এআই পরিচালিত ক্যামেরা ব্যবহার করা হবে। এমনিতেই প্রতিদিন যেভাবে ট্রাফিক লংঘনকারীদের সংখ্যা বাড়ছে, তাতে চিন্তা বাড়ছে প্রশাসনের। রাস্তাঘাটে মাত্রাতিরিক্ত ট্রাফিক লঙ্ঘনকারী ধরতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশরা। এবার তাদের কাজে সহযোগিতা করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরাগুলির।

জানা গিয়েছে, সিসিটিভির পাশাপাশি এই ক্যামেরা গুলি একাধিক কাজ করতে পারবে। যেমন এই ক্যামেরাগুলি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর পেট স্ক্যান করতে সক্ষম। সেই নম্বর প্লেট স্ক্যান করে গাড়ির মালিক সম্পর্কিত তথ্য দিতে পারবে এই ক্যামেরাগুলি। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চালান কাটতে সক্ষম এই ক্যামেরা। মনে করা হচ্ছে দেশের সবকটি বড় শহরে এআই ক্যামেরা ব্যবহার করা হবে আগামী কিছুদিনের মধ্যে।

বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই কলকাতার রাস্তাঘাটেও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত ক্যামেরা ব্যবহার করা হবে। 2021 সাল এআই প্রযুক্তি সিস্টেমে যুক্ত করে লালবাজার। এবার প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এআই পরিচালিত ক্যামেরাও ব্যবহার করবে লালবাজার, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। যাতে করে ট্রাফিক ভঙ্গকারীদের শনাক্ত করার কাজ সহজ হবে। পাশাপাশি অপরাধমূলক কোনও কাজ করে দুষ্কৃতীদের পালানো আটকাতেও সাহায্য করবে এই ক্যামেরাগুলি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে এই ক্যামেরা ব্যবহার করবে লালবাজার। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ট্রাফিক ভঙ্গকারীদের এবার সাবধান হওয়ার সময় এসেছে বলেই মনে করা হচ্ছে।