বঙ্গোপসাগরে চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণাবর্ত! ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৭ জেলা

নিজস্ব প্রতিবেদন : ফের একবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (IMD)। আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা পড়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির এমন পূর্বাভাস মূলত বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি ঘূর্ণাবর্ত্যের অবস্থানের কারণে।

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, উত্তর-পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বঙ্গোপসাগরের উপর এই ঘূর্ণাবর্ত ছাড়াও আরও একটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা গিয়েছে।

আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায়। এছাড়াও উত্তর দক্ষিণ অক্ষরেখার অবস্থান রয়েছে কর্ণাটক থেকে কোমরিন পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আবার হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। এইসব কারণেই আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমবে।

হাওয়া অফিসের তরফ থেকে এখনো পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তাতে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাই এমন বৃষ্টিপাতের পূর্বাভাসের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। তবে শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমতেই তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে হওয়া অফিসের তরফ থেকে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে রবিবার থেকে ফের একবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।