Meta Verified : ব্লু টিক নিয়ে চিন্তার দিন শেষ! নামমাত্র খরচে ইনস্টাগ্রাম, ফেসবুকের প্রোফাইল করুন ভেরিফায়েড

Meta Verified : ব্লু টিক প্রোফাইলগুলি সোশ্যাল মিডিয়ায় আমাদের একটু নজর বেশি কারে। চোখের সামনে ব্লু টিক প্রোফাইল দেখলে আমরা প্রোফাইলে একটু ঘোরাফেরা করে আসি নির্দ্বিধায়। এতদিন মূলত যারা বিভিন্ন ক্ষেত্রে সেলিব্রিটি বা প্রতিষ্ঠিত, তাদের প্রোফাইলগুলিতে ব্লুটিক থাকতো।

অর্থাৎ সেই প্রোফাইলগুলি ছিল ভেরিফাইড। সম্প্রতি টুইটার ভেরিফাইড ব্যাজ পাওয়ার জন্য পেড সাবস্ক্রিপশন চালু করেছে। পরীক্ষামূলকভাবে দুটি – তিনটি দেশে এই পরিষেবা চালু করেছে মেটা। আর এবার মেটার সেই সুযোগ পাওয়া যাবে ভারতেও।

সম্প্রতি মেটার তরফে করা একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে, এবার ভারতেও ভেরিফাইড ব্যাজ পাওয়ার জন্য পেড সাবস্ক্রিপশন চালু করা হচ্ছে। যদিও সেখানে কিছু নিয়ম রেখেছে মেটা কর্তৃপক্ষ। একইসঙ্গে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই ব্যাজ পেতে আপনার কত খরচ হবে।

শুধু ব্লুটিক পেয়ে ভেরিফাইড নয়, আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও এই পেড সাবস্ক্রিপশনের ফলে অনেক সুরক্ষিত থাকবে। পাওয়া যাবে ইউজার সাপোর্ট। এমনটাই জানানো হয়েছে মেটার তরফে।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই পেইড সাবস্ক্রিপশনের ফলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, দুই সোশ্যাল মিডিয়াতেই ব্লু টিক পাওয়া যাবে। তবে ইনস্টাগ্রাম একাউন্ট ভেরিফাইড করতে হলে, সেখানে ইউজারকে সক্রিয় থাকতে হবে। থাকতে হবে বিভিন্ন রকম পোস্ট হিস্ট্রি। আর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তাহলেই সরকারি পরিচয় পত্র দেখিয়ে পাওয়া যাবে ভেরিফাইড ব্যাজ। যদিও তার জন্য নিতে হবে পেড সাবস্ক্রিপশন।

অন্যদিকে, এই ব্লু টিক টাকা খরচ করে পাওয়া গেলেও কিছু শর্ত রেখেছে মার্কিন সংস্থাটি। ফেসবুকের ক্ষেত্রে উক্ত ইউজারের অনলাইন উপস্থিতি ভালো থাকতে হবে। যে সব অ্যাকাউন্টে আগে থেকে ব্লু টিক ছিল তারা সেই ব্যাজ রিটেন করতে পারবে।

এই সাবস্ক্রিপশন মডেলে অধীনে ইউজারের অ্যাকাউন্ট যাচাই করার পর তাদের ব্লু ব্যাজ দেওয়া হবে। এই যাচাই করা জন্য সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই মেটা ভেরিফায়েড পাওয়া যাবে।

মেটা জানিয়েছে, ব্লু ভেরিফায়েড অ্যাকাউন্টগুলি ফেক অ্যাকাউন্ট থেকে সুরক্ষিত থাকবে, পাশাপাশি যারা অনলাইন দর্শক বাড়াতে চান তাদের সাহায্য করা হবে। অ্যাকাউন্ট সংক্রান্ত কোনোরকম অসুবিধা হলে তার সাপোর্ট দেওয়া হবে ইউজারদের।

সরাসরি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাপ থেকে এই ব্লু টিক কিনতে পারবেন ইউজাররা। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ইউজাররাই এই সাবস্ক্রিপশন নিতে পারেন। এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে 699 টাকা। এই মুহূর্তে অ্যাপে এই ভেরিফায়েড পরিষেবা পাওয়া গেলেও আগামীদিনে ওয়েব ইউজারদের জন্যও ভেরিফায়েড ফিচার রোল আউট করা হবে বলে জানিয়েছে মেটা।