Migrant Worker: মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে চরম পরিনতি বীরভূমের পরিযায়ী শ্রমিকের

Migrant Worker: পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মহারাষ্ট্রের ওরঙ্গবাদে মৃত্যু হল বীরভূমের ব্যক্তির। যে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনার খবর পেয়ে ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং আর্থিক সাহায্য প্রদান করেন।

জানা যাচ্ছে, ১৫ বছর ধরে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত সিয়ান এলাকার খাঁদু মহুলী, বয়স ৪৫, আচমকা ১লা সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনার পর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এক লক্ষ টাকা অনুদান দেন তার পরিবারকে, শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটির তরফে। বুধবার ওই ব্যক্তির মৃতদেহ বাড়িতে আনা হয়।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ওই পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) পরিবারের সদস্যরা মৃতের সন্তানের কোন সুব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। ওই পরিযায়ী শ্রমিকের সন্তান উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করে এখন কলেজে পড়াশোনা করছে।