শান্তিনিকেতন ঘুরতে আসার মজা এবার দ্বিগুণ! শান্তিনিকেতন ঘুরতে আসার মজা দ্বিগুণ হওয়ার পিছনে রয়েছে এক শিবতীর্থ। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিব তীর্থ থাকলেও শান্তিনিকেতন বোলপুরে যে শিব তীর্থ রয়েছে তা একেবারেই আলাদা। কেননা এখানে যে শিব মন্দির তৈরি হয়েছে সেই শিব মন্দির একেবারে হুবহু কেদারনাথ মন্দিরের মতোই।
যারা দূরের কেদারনাথ ভ্রমণ করতে পারেন না তাদের কেদারনাথ মন্দির দেখার স্বপ্নপূরণ হতে পারে বোলপুর শান্তিনিকেতনে।
আরও পড়ুন: ধর্ম বেছে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলা! প্রতিবাদে পথে নামল আমজনতা
বোলপুর পৌরসভার অন্তর্গত মকরমপুরে পরমানন্দ গিরির উদ্যোগে এমন শিব মন্দির তৈরি করা হয়েছে। তিনি নিজে বিভিন্ন সময় কেদারনাথ মন্দির দর্শনে গেছেন। এরপর যখন বোলপুরে তিনি শিব মন্দির তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন তখন সেই মন্দির কেমন হবে তা নিয়ে চিন্তায় পড়েছিলেন। এরপরই কেদারনাথ মন্দিরের আদলে মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেন। ২০১৮ সাল থেকে এই মন্দির তৈরি করার কাজ শুরু হয়েছিল এবং এখন এই মন্দির হুবহু কেদারনাথ মন্দিরের রূপ পাওয়ার পর বোলপুরের নতুন তীর্থক্ষেত্র ও দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে।
মন্দিরে এখন দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন। সেই সকল পর্যটকদের ভিড় এই মন্দিরে প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে যারা কবিগুরুর শান্তিনিকেতন ঘুরতে আসছেন। শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকদের এখন বোলপুর শান্তিনিকেতনে বাড়তি পাওনা হয়েছে বোলপুরের মিনি কেদারনাথ মন্দির।